বুধবার , ৯ অক্টোবর ২০২৪ | ২৪শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. কৃষি ও প্রকৃতি
  6. ক্যাম্পাস
  7. ক্রিকেট
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. জাতীয়
  11. জেলার খবর
  12. ডাকসু নির্বাচন
  13. তথ্যপ্রযুক্তি
  14. দেশজুড়ে
  15. ধর্ম

বোয়ালখালী মানুষের প্রানের দাবী কালুরঘাট সেতু।

প্রতিবেদক
নিজস্ব প্রতিনিধি
অক্টোবর ৯, ২০২৪ ২:২৮ পূর্বাহ্ণ

বোয়ালখালী মানুষের প্রানের দাবী
ছিল কালুরঘাট রেল কাম সড়ক সেতু। আজ কালুরঘাট রেল কাম সড়ক সেতু নির্মাণ প্রকল্প একনেকে পাস হওয়ায় অনুমোদন। এ সেতুর জন্য প্রয়াত সাবেক দুই সাংসদ চেষ্টা করেও সফলতা দেখাতে ব্যর্থ হয়েছিল।

সেতু নির্মান বাস্তবায়ন পরিষদ আশা করে, একনেকে পাস হওয়া এ প্রকল্পের দরপত্রসহ আনুষঙ্গিক প্রক্রিয়া সম্পন্ন করে দ্রুততম সময়ের মধ্যে সেতু নির্মাণের কাজ দৃশ্যমান হবে। পূরণ হবে কোটি মানুষের প্রাণের দাবি।

তারা বলেন, কর্ণফুলী নদীর ওপর জরাজীর্ণ প্রায় শতবর্ষী সেতুটি বারবার জোড়াতালি দিয়ে টিকিয়ে রাখা হয়েছে। কত যে ঘটনা-দুর্ঘটনা, কত মর্মান্তিক পরিণতির সাক্ষী, সেটা আর বলার অপেক্ষা রাখে না।

বোয়ালখালী-পটিয়াসহ দক্ষিণ চট্টগ্রামের মানুষের প্রাণের দাবি নতুন একটি সেতু নির্মাণ বিষয়ে অন্তত সাড়ে তিন দশক ধরে বোয়ালখালী-কালুরঘাট সেতু বাস্তবায়ন পরিষদসহ সর্বস্তরের নাগরিকরা দাবি জানিয়ে আসছিলেন। নতুন সেতু হলে বাংলাদেশের পর্যটন নগরী কক্সবাজার, বান্দরবান পার্বত্য জেলা, মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দরের যোগাযোগ ব্যবস্থা সহজতর হবে।
এ সেতু দক্ষিণ চট্টগ্রামকে পুরো দেশের সঙ্গে সংযুক্ত করবে। চাপ কমাবে চট্টগ্রাম শহরের আবাসন সংকটের ওপরও। এ সেতুর কারণে বোয়ালখালী ও পটিয়ার পূর্বাংশে নতুন নতুন শিল্পকারখানা গড়ে উঠবে।
সেতু আন্দোলনের শুরু থেকেই চট্টগ্রামের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও গণমাধ্যমকর্মীরা যেভাবে সর্বাত্মক সহযোগিতা ও সমর্থন দিয়েছেন তাদের সবার প্রতি পরিষদের পক্ষ থেকে কৃতজ্ঞতা জানান তাঁরা।

সোমবার (৭ অক্টোবর) জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির সভায় (একনেক) চারটি প্রকল্প অনুমোদন করা হয়েছে। চারটি প্রকল্প হলো:

কালুরঘাটে কর্ণফুলী নদীর ওপর একটি রেল-কাম-সড়ক সেতু নির্মাণ,

মাতারবাড়ী পোর্ট ডেভেলপমেন্ট (২য় সংশোধিত), সাসেক সড়ক সংযোগ

প্রকল্প-২: এলেঙ্গা-হাটিকামরুল-রংপুর মহাসড়ক চার লেনে উন্নীতকরণ (২য় সংশোধিত) এবং রিজিলিয়েন্ট আরবান অ্যান্ড টেরিটরিয়াল ডেভেলপমেন্ট প্রজেক্ট (আরইউটিডিপি)। অন্তর্বতী সরকারের দ্বিতীয় একনেকে সভায় এই অনুমোদন দেওয়া হয়েছে।

প্রকল্পগুলো বাস্তবায়নে মোট ব্যয় ধরা হয়েছে ২৪ হাজার ৪১২ কোটি ৯৫ লাখ টাকা। এর মধ্যে সরকারি তহবিল থেকে ৭ হাজার ৭৪৬ কোটি ৬৬ লাখ টাকা, প্রকল্প ঋণ থেকে পাওয়া যাবে ১৬ হাজার ১২ কোটি ৩৩ লাখ টাকা এবং সংস্থার নিজস্ব তহবিল থেকে ৬৫৩ কোটি ৯৫ লাখ পাওয়া যাবে। প্রকল্পগুলোর মধ্যে দুটি সংশোধিত এবং দুটি নতুন প্রকল্প রয়েছে।

একনেক বৈঠক শেষে বিকেল ৩টায় শেরে বাংলা নগরের এনইসি সম্মেলনকক্ষে সংবাদ সম্মেলনে বিস্তারিত জানান পরিকল্পনা ও শিক্ষা উপদেষ্টা ড. ওয়াহিদউদ্দিন মাহমুদ।

সর্বশেষ - অন্যান্য

আপনার জন্য নির্বাচিত

কুড়িগ্রামের রৌমারী সীমান্তে ভারতীয় মেডিসিন জব্দ করেছে বিজিবি

📰 ভারতের সর্বশেষ আপডেট (২৫ এপ্রিল ২০২৫)📍 এক নজরে গুরুত্বপূর্ণ খবরসমূহ

সিলেটে পানি বাড়ায় সাদাপাথর বন্ধ ঘোষণা।

বাংলাদেশ এখন বিশ্বের ৪৭তম ক্ষমতাধর দেশ।

ভৈরব টু কিশোরগঞ্জের রোডে করা যাবে ধান চাষ।

বাখরাবাদ বাজারের সিএনজি স্টেশন সহ সড়কের দুই পাশের জায়গা লিজ দেয়ার অপচেষ্টা,প্রতিবাদে পরিবহন শ্রমিক, ব্যবসায়ীদের মানববন্ধন ও বিক্ষোভ মিছিল।

গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যা: কিশোরগঞ্জে প্রেসক্লাবের মানববন্ধন

বিনা কারণে ইরানে হামলা, এখন ‘অস্ত্র নির্মাণে ইরান দায়ী’—আন্তর্জাতিক রাজনীতির নির্লজ্জ নাটক!

গৃহবধূর শরীরে গরম পানি নিক্ষেপ, গুরুতর দগ্ধ অবস্থায় ভর্তি ঢাকায়

স্বাস্থ্য কমপ্লেক্সের পরিত্যক্ত ভবনে রাত নামলেই চলছে অনৈতিক কর্মকাণ্ড