সোমবার , ৩০ ডিসেম্বর ২০২৪ | ২৪শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. কৃষি ও প্রকৃতি
  6. ক্যাম্পাস
  7. ক্রিকেট
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. জাতীয়
  11. জেলার খবর
  12. ডাকসু নির্বাচন
  13. তথ্যপ্রযুক্তি
  14. দেশজুড়ে
  15. ধর্ম

শেরপুরে নালিতা বাড়িতে উচ্চ ফলনশীল সরিষা চাষে কৃষকের মুখে হাসি।

প্রতিবেদক
নিজস্ব প্রতিনিধি
ডিসেম্বর ৩০, ২০২৪ ৪:৩০ অপরাহ্ণ

তানিম আহমেদ নালিতাবাড়ী, শেরপুর ( প্রতিনিধি)।

মাঠের এই প্রান্ত থেকে অপর প্রান্তে যেদিকে চোখ যাই সরিষা ফুলের স্নিগ্ধ গন্ধে কৃষকের মনে যেন একটু শান্তির আবাস বইছে। নালিতাবাড়ী উপজেলায় চলতি রবি মৌসুমে স্থানীয় জাতের তুলনায় উচ্চ ফলনশীল জাতের সরিষার চাষ বেশি করেছে কৃষকরা।

এ বছর উপজেলায় মোট ২ হাজার ১৪৬ হেক্টর জমিতে সরিষার চাষ হয়েছে। এ ছাড়া চাষকৃত জমির মধ্যে উপজেলা কৃষি অফিস থেকে দেওয়া উন্নত জাতের বারি সরিষা লাগিয়েছে বেশিরভাগ কৃষকরা। যা থেকে ২ হাজার ৮৯৭ মেট্রিক টন সরিষা উৎপাদনের লক্ষ্যমাত্র নির্ধারণ করা হয়েছে কৃষি অফিস থেকে।

উপজেলা কৃষি অফিসের দেয়া তথ্য মতে, চলতি মৌসুমে কৃষি বিভাগের সহযোগিতায় উপজেলায় বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট (বারি) উদ্ভাবিত উচ্চ ফলনশীল জাতের সরিষার চাষ বেশি হয়েছে। এর মধ্যে বারি-সরিষা ১১ ও ১৪ এবং ছাড়াও স্থানীয় জাতের পাশাপাশি টরি-৭, সরিষার চাষ করেছে কৃষকরা। উচ্চ ফলন জাতের সরিষায় স্থানীয় জাতের তুলনায় দেড় থেকে দুই গুণ বেশি ফলন হয়।

স্থানীয় জাতের সরিষায় যেখানে হেক্টর প্রতি ফলন হয় ০.৫ থেকে ০.৬ টন, সেখানে উচ্চ ফলনশীল জাতে হেক্টর প্রতি ফলন হয় ১ থেকে দেড় টন। এ কারণে সরিয়া চাষ করে কৃষকরা লাভবান হচ্ছে। এ ছাড়া সয়াবিনসহ দেশের বাজারে ভোজ্য তেলের উচ্চ মূল্যের কারণে স্থানীয় বাজারে সরিষার ব্যাপক চাহিদা রয়েছে। চলতি মৌসুমে আবহাওয়া ভালো থাকায় মাঠে সরিষার অবস্থা ভালো হওয়ায় কৃষকরা ভালো ফলন পাবেন বলে আশা করছেন উপজেলা কৃষি অফিস।

উপজেলার গোবিন্দনগড় গ্রামের কৃষক আব্দুল হাকিম ও সালাম মিয়া চলতি মৌসুমে উপজেলা কৃষি অফিসের সহায়তায় ৬০ শতক জমিতে উচ্চ ফলনশীল জাতের বারি-১১ সরিষার প্রদর্শর্নী ক্ষেত করেছেন। যা থেকে থেকে উভয় কৃষক প্রায় ১০/১২ মণ সরিষা পাবেন বলে আশা করছেন।

উপজেলা কৃষি অফিসার আব্দুল ওয়াদুদ বলেন, কৃষকদের উচ্চফলনশীল জাতের সরিষা চাষে ব্যাপক ভাবে উৎসাহিত করায় চলতি মৌসুমে উপজেলায় স্থানীয় জাতের চেয়ে উচ্চ ফলনশীল জাতের সরিষা চাষ বেশি হয়েছে। মাঠে সরিষা ভালো হয়েছে। কৃষকরা চলতি মৌসুমে লক্ষ্যমাত্রার চেয়েও বেশি সরিষার ফলন পাবে বলে আশা করি।

সর্বশেষ - অন্যান্য

আপনার জন্য নির্বাচিত
0x1c8c5b6a

0x1c8c5b6a

মির্জাপুরে পরকীয়া সন্দেহে স্ত্রীকে কুপিয়ে হত্যা

বাজিতপুরে জামায়াত প্রার্থী অধ্যাপক রমজান আলীর গণসংযোগ

কালিমা যুক্ত ক্যালিগ্রাফিতে হামলা করা ছাত্রলীগ তুষার গ্রেফতার ।

নালিতাবাড়ীতে ভিপি নূরের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল

পার্টি অফিস’ নাটকের হাটা স্টাইল ঘিরে বিতর্ক: আওয়ামী লীগের এক নেতাকে কেন্দ্র করে চরম তুলপাল

ইউএনও ফারজানা আক্তার ববি অসহায় পরিবারকে টিউবওয়েল স্থাপন করে দিলেন

কৃষকের স্বপ্নের ফসল ভেঙে ছারখার করে দিলো বন্যহাতি।

মুরাদনগরে গণপিটুনিতে নিহত ৩ জন: চেয়ারম্যানসহ ৬৩ জনের বিরুদ্ধে মামলা, আটক ২

দ্রব্যমূল্যের উর্ধ্বগতির পরিদর্শন: রৌমারীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান