বৃহস্পতিবার , ১৩ ফেব্রুয়ারি ২০২৫ | ২৪শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. কৃষি ও প্রকৃতি
  6. ক্যাম্পাস
  7. ক্রিকেট
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. জাতীয়
  11. জেলার খবর
  12. ডাকসু নির্বাচন
  13. তথ্যপ্রযুক্তি
  14. দেশজুড়ে
  15. ধর্ম

কুড়িগ্রাম জেলায় নৌ-ডাকাতি প্রতিরোধকল্পে জেলা প্রশাসন ও জেলা পুলিশের যৌথ উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্ঠিত

প্রতিবেদক
নিজস্ব প্রতিনিধি
ফেব্রুয়ারি ১৩, ২০২৫ ১১:৩১ পূর্বাহ্ণ


আকাশ খান কুড়িগ্রাম জেলা প্রতিনিধি
গত ১২ ফেব্রুয়ারি ২০২৫, বুধবার বিকাল ৫:০০ ঘটিকায় কুড়িগ্রাম জেলার চিলমারী থানাধীন রমনা নৌ-বন্দর ফেরিঘাটে কুড়িগ্রাম জেলার সম্মানিত জেলা প্রশাসক জনাব নুসরাত সুলতানা ও পুলিশ সুপার জনাব মোঃ মাহাফুজুর রহমান মহোদয়ের উপস্থিতিতে একটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উক্ত মতবিনিময় সভায় চিলমারী ব্রহ্মপুত্র নদী সহ কুড়িগ্রাম জেলার সকল নদী সমূহে ডাকাতি প্রতিরোধকল্পে করণীয় বিষয় সম্পর্কে গুরুত্বপূর্ণ আলোচনা করা হয়।

এ সময় স্থানীয় জনসাধারণ নৌ পুলিশের জনবল বৃদ্ধি, নৌ পুলিশের জন্য একটি শক্তিশালী স্পিডবোট বরাদ্দ, চিলমারী জোড়গাছ হাটের দিন করে পুলিশি টহল বৃদ্ধি, ডাকাতদল কে দ্রুত গ্রেফতারপূর্বক আইনের আওতায় আনা সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ দাবী উপস্থাপন করেন।

কুড়িগ্রাম জেলার সুযোগ্য পুলিশ সুপার মোঃ মাহফুজুর রহমান বলেন উপরোক্ত সমস্যাগুলো সমাধানের লক্ষ্যে পুলিশ প্রশাসন সর্বোচ্চ শক্তিদিয়ে কাজ করে যাবে। সেই সাথে তিনি অত্র চিলমারী উপজেলার স্থানীয় এলাকাবাসীর সহাযোগীতা কামনা করেন। সকলের সহযোগীতায় এই অপ্রত্যাশিত ঘটনাটি যেন ভবিষ্যতে আর না ঘটে সে লক্ষ্যে সকলকে একাগ্রচিত্তে দায়িত্বশীলতার সাথে কাজ করার পরামর্শ প্রদান করেন। পুলিশ বাহিনী তাদের দায়িত্ব যথারীতি পালন করে যাবে মর্মে জানান। এছাড়াও জেলা প্রশাসক জনাব নুসরাত সুলতানা বলেন বিগত দিনে যে ডাকাতির ঘটনা ঘটেছে সেটা সত্যি অত্যন্ত দুঃখজনক, ভবিষ্যতে চিলমারী ব্রহ্মপুত্র নদে এরকম ডাকাতির ঘটনা যাতে আর না ঘটে সে লক্ষ্যে জেলা প্রশাসন সর্বোচ্চ সহায়তা প্রদান করবেন বলে তিনি জানান। তিনি আরো বলেন জনসাধারণ ইচ্ছে করলে সব কিছুই করা সম্ভব,জনগণ যদি আমাদের সহায়তা করে তাহলে ব্রহ্মপুত্র নদে আর কোন ডাকাতি হবে না বলে তিনি বিশ্বাস করেন।

উক্ত মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন কুড়িগ্রাম জেলার সম্মানিত জেলা প্রশাসক জনাব নুসরাত সুলতানা, পুলিশ সুপার জনাব মোঃ মাহফুজুর রহমান, নাগেশ্বরী সার্কেলের সহকারী পুলিশ সুপার (সহকারী পুলিশ সুপার, ফুলবাড়ী ও নাগেশ্বরী সার্কেল এবং চলতি দায়িত্বে উলিপুর, চিলমারী সার্কেল) জনাব মোঃ মোজাম্মেল হক, চিলমারী উপজেলা নির্বাহী অফিসার জনাব সবুজ কুমার বসাক, ডিআইও-১ জনাব মোঃ আলমগীর হোসেন, চিলমারী থানার অফিসার ইনচার্জ জনাব মোঃ মুশাহেদ খান, ঢুষমারা থানার অফিসার ইনচার্জ জনাব মোঃ আশরাফুল ইসলাম, ইনচার্জ চিলমারী নৌ-পুলিশ ফাঁড়ি জনাব মোঃ ইমতিয়াজ কবির, সাবেক,সাধারণ সম্পাদক চিলমারী উপজেলা বিএনপি জনাব মোঃ মতিন শিরিন সরকার, সদস্য,বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কুড়িগ্রাম জেলা শাখা জনাব মোঃ আব্দুর রহমান সহ চিলমারী উপজেলার সম্মানিত নাগরিবৃন্দ।

সর্বশেষ - অন্যান্য

আপনার জন্য নির্বাচিত

বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় কিশোরগঞ্জে দোয়া ও কম্বল বিতরণ করলেন হাজী ইসরাইল মিয়া।

কবরে শুয়ে ছয়টি জ্যান্ত সাপ নিয়ে শুটিং: তৌসিফের মুখে লোমহর্ষক অভিজ্ঞতা

সানজিদা আহমেদ তন্বি ডাকসু নির্বাচনে বিজয়ী

কিশোরগঞ্জে ইসলামী আন্দোলন বাংলাদেশ পৌর সম্মেলন অনুষ্ঠিত হয়।

নালিতাবাড়ীতে ক্ষমতার অপব্যবহার: আওয়ামী লীগ নেত্রী বন্দনা চাম্বুগংয়ের বিরুদ্ধে একের পর এক জালিয়াতির অভিযোগ

মুরাদনগরে প্রবাসীকে কুপিয়ে জখম, মামলা দায়ের

মোবাইল কোর্টের বিশেষ অভিযান: মুরাদনগরে বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও বিনষ্ট

বাজিতপুরে জামায়াত প্রার্থী অধ্যাপক রমজান আলীর গণসংযোগ

ফেনীতে নদীভাঙন ও দুর্যোগ: প্লাবিত ৩০টির বেশি গ্রাম, মানবতার সেবায় ছাত্রশিবির।

ক্রিকেট থেকে বিদায় নিলেন ‘ডওয়েন ব্রাভো‘