মঙ্গলবার , ২২ এপ্রিল ২০২৫ | ২৪শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. কৃষি ও প্রকৃতি
  6. ক্যাম্পাস
  7. ক্রিকেট
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. জাতীয়
  11. জেলার খবর
  12. ডাকসু নির্বাচন
  13. তথ্যপ্রযুক্তি
  14. দেশজুড়ে
  15. ধর্ম

শেরপুরে অটোচালক খুন, ছিনতাই অটোরিকশা।

প্রতিবেদক
এনামুল
এপ্রিল ২২, ২০২৫ ৯:৫৬ পূর্বাহ্ণ

তানিম আহমেদ শেরপুর (প্রতিনিধি) ।

শেরপুর, ২১ এপ্রিল: শেরপুর সদর উপজেলায় রবিবার রাতে এক হৃদয়বিদারক ঘটনা ঘটেছে। দুর্বৃত্তরা আঃ লতিফ (৫৫) নামে এক নিরীহ অটোচালককে হত্যা করে তার অটোরিকশা ছিনতাই করে নিয়ে গেছে। নিহত লতিফ সদর উপজেলার বাজিতখিলা ইউনিয়নের জামতলী গ্রামের বাসিন্দা এবং তিনি ছিলেন চার সন্তানের জনক।

পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, প্রতিদিনের ন্যায় লতিফ জীবিকার তাগিদে রবিবার সকালে তার ভাড়ায় চালিত অটোরিকশা নিয়ে বের হন। কিন্তু রাতে আর তিনি বাড়ি ফেরেননি। ধারণা করা হচ্ছে, ওই রাতেই কোনো এক সময় দুষ্কৃতকারীরা যাত্রী সেজে তার অটোরিকশা ভাড়া করে। এরপর শেরপুর-শ্রীবরদী সড়কের মির্জাপুর কান্দিপাড়া বিএম কলেজের পাশে নির্জন ধানক্ষেতে নিয়ে গিয়ে তাকে শ্বাসরোধে হত্যা করে এবং তার অটোরিকশাটি নিয়ে পালিয়ে যায়।

সোমবার সকালে স্থানীয় লোকজন ধানক্ষেতের পাশে একটি অজ্ঞাত মরদেহ দেখতে পেয়ে থানায় খবর দেয়। খবর পেয়ে তাৎক্ষণিকভাবে পুলিশ সুপার মো. আমিনুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. আব্দুল করিম এবং সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুবায়দুল আলমসহ পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছায় এবং মরদেহ উদ্ধার করে। পরে নিহত লতিফের ছেলে মনিরুজ্জামান ঘটনাস্থলে এসে তার বাবার লাশ শনাক্ত করেন।

প্রাথমিক তদন্তে পুলিশের ধারণা, ছিনতাইয়ের উদ্দেশ্যেই দুর্বৃত্তরা আঃ লতিফকে শ্বাসরোধ করে হত্যা করেছে। পুলিশ ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে এবং মরদেহ ময়নাতদন্তের জন্য শেরপুর জেলা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেছে।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুবায়দুল আলম এই ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, অপরাধীদের শনাক্ত করে আইনের আওতায় আনার জন্য পুলিশ সর্বাত্মক চেষ্টা চালাচ্ছে। এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

সর্বশেষ - অন্যান্য

আপনার জন্য নির্বাচিত

দেশজুড়ে বৃষ্টি ও ঝড়ের সম্ভাবনা, ঘূর্ণিঝড় ‘শক্তি’রও আশঙ্কা!

নালিতাবাড়ীতে ওয়ারেন্টভুক্ত আসামি ধরতে গিয়ে পুলিশের ওপর হামলা, গ্রেপ্তার ৪

আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস উপলক্ষে কিশোরগঞ্জে তরুণ শিক্ষার্থীদের ভীর।

ইন্দোনেশিয়ায় পার্লামেন্ট ভবনের সামনে শিক্ষার্থীদের বিক্ষোভ

মোটরসাইকেল দুর্ঘটনায় মর্মান্তিকভাবে আহত কাঁচা সবজি বিক্রেতা রশিদ মিয়া।

নকলায় ব্র্যাকের স্বপ্নসারথিদের ২১তম সেশন পরিদর্শন করলেন ইউএনও

ইউএনডিপি: বাংলাদেশের ইতিহাসে সেরা নির্বাচন হবে।

বাজিতপুরে জামায়াত প্রার্থী অধ্যাপক রমজান আলীর গণসংযোগ

কুয়েটে হামলা: ছাত্রদল ও ঢাবিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আলাদা বিক্ষোভ।

বন্যা কবলিত ফুলগাজী, পরশুরাম ও ছাগলনাইয়া উপজেলায় ছাত্রশিবিরের মানবিক তৎপরতা।