রবিবার , ১৫ জুন ২০২৫ | ২৪শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. কৃষি ও প্রকৃতি
  6. ক্যাম্পাস
  7. ক্রিকেট
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. জাতীয়
  11. জেলার খবর
  12. ডাকসু নির্বাচন
  13. তথ্যপ্রযুক্তি
  14. দেশজুড়ে
  15. ধর্ম

নালিতাবাড়ীতে জনতার দলের আলোচনা সভা: ইনসাফ ও ন্যায় প্রতিষ্ঠায় যুব সমাজের প্রতি আহ্বান

প্রতিবেদক
এনামুল
জুন ১৫, ২০২৫ ৩:৫১ অপরাহ্ণ

শেরপুর জেলা ( প্রতিনিধি)

শেরপুরে নালিতাবাড়ী উপজেলার ৪নং নয়াবিল ইউনিয়নে জনতার দলের আয়োজনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। “সাম্য, ইনসাফ, ন্যায্য ও প্রগতি” – এই চারটি মূলনীতিকে ভিত্তি করে আয়োজিত সভাটি স্থানীয় রাজনৈতিক অঙ্গনে ব্যাপক সাড়া ফেলেছে।

রবিবার (১৫ জুন ২০২৫) বিকাল ৫টায় এই আলোচন সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনতার দলের ময়মনসিংহ বিভাগীয় যুগ্ম সাংগঠনিক সম্পাদক সৈয়দ মোহাম্মদ সাঈদ আঙ্গুর।

প্রধান অতিথির বক্তব্যে সৈয়দ মোহাম্মদ সাঈদ আঙ্গুর আরো বক্তব্য রাখেন বিভিন্ন মসজিদে ইমামরা । বক্তব্যে সৈয়দ মোহাম্মদ সাঈদ আঙ্গুর বলেন, “ইনসাফ ও ন্যায়ের ভিত্তিতে সমাজ গঠনে যুব সমাজকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে। দেশের প্রকৃত উন্নয়ন নিশ্চিত করতে হলে সমাজের সর্বস্তরে সুশাসন ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে।” তিনি আরও বলেন, “জনতার দল তৃণমূলের অধিকার রক্ষার রাজনীতি করে। আমাদের রাজনীতির কেন্দ্রবিন্দুতে রয়েছে সাধারণ জনগণ। এই ধরনের আলোচনার মাধ্যমে দলীয় কর্মীদের মধ্যে সচেতনতা ও সংগঠনকে গতিশীল করা সম্ভব।”
সভায় আরও উপস্থিত ছিলেন ইউনিয়নের জনতার দলের নেতৃবৃন্দ, কর্মী-সমর্থক এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। বক্তারা ইনসাফ, সাম্য এবং সামাজিক ন্যায়ের পক্ষে দলটির অবস্থান তুলে ধরেন। আলোচনা সভাটি সঞ্চালনা করেন ইউনিয়ন শাখার নেতৃবৃন্দ।

অনুষ্ঠান শেষে একটি সাংগঠনিক পরিকল্পনা ঘোষণা করা হয়, যেখানে ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডে জনতার দলের কার্যক্রম আরও শক্তিশালী করার ঘোষণা দেওয়া হয়।

সর্বশেষ - অন্যান্য

আপনার জন্য নির্বাচিত

সম্মানিত আমীরে জামায়াতের অপারেশন সফলভাবে সম্পন্ন হয়েছে।

কিশোরগঞ্জে আইএবির সমাবেশ উপলক্ষ্যে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত।

নালিতাবাড়ীতে প্রায় দুইশতাধিক ছাত্র ছাত্রী দুর্নীতিবিরোধী শপথ গ্রহণ করলেন।

গৃহবধূর শরীরে গরম পানি নিক্ষেপ, গুরুতর দগ্ধ অবস্থায় ভর্তি ঢাকায়

মুরাদনগর ডি.আর. সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ে ছয়তলা ভবনের শুভ উদ্বোধন

কিশোরগঞ্জে ডিসির পদত্যাগের দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন।

ইসলামী আন্দোলন বাংলাদেশ কিশোরগঞ্জ পৌর শাখার পূর্ণাঙ্গ কমিটির শপথ গ্রহণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

নালিতাবাড়ীতে কৃতি শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ।

নালিতাবাড়ীতে রামচন্দ্রকুড়া ইউনিয়নের ছাত্রদলের সভাপতি ইয়াবাসহ আটক

ফেব্রুয়ারীতে নির্বাচনসহ ৫ দফা দাবিতে কিশোরগঞ্জে জামায়াতের মিছিল