রবিবার , ১৩ জুলাই ২০২৫ | ৭ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. কৃষি ও প্রকৃতি
  6. ক্যাম্পাস
  7. ক্রিকেট
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. জাতীয়
  11. জেলার খবর
  12. ডাকসু নির্বাচন
  13. তথ্যপ্রযুক্তি
  14. দেশজুড়ে
  15. ধর্ম

আদর্শের প্রশ্নে বিএনপি ছাড়লেন ড. ফয়জুল হক

প্রতিবেদক
নিজস্ব প্রতিনিধি
জুলাই ১৩, ২০২৫ ৪:৩০ পূর্বাহ্ণ

📍 ঝালকাঠি | ১৩ জুলাই ২০২৫ |

রাজনীতি যখন নিজের আদর্শ ও বিবেকের সঙ্গে সাংঘর্ষিক হয়ে দাঁড়ায়, তখন নীরব থেকে চলা যায় না। ঠিক এমন অবস্থান থেকেই ড. ফয়জুল হক, মালয়েশিয়া বিএনপির সহ-সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক, আনুষ্ঠানিকভাবে দল থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন।

শনিবার রাত ১১টায় নিজের ভেরিফায়েড ফেসবুক পেইজে এক আবেগঘন বিবৃতিতে তিনি জানান—

“আমার বিশ্বাস, রাজনীতি হলো আদর্শের জন্য, মানুষের অধিকার রক্ষার জন্য। কিন্তু যখন দেখি একটি দল সেই পথ থেকে সরে এসেছে, তখন আর চুপ থাকা যায় না।”

🔹 কেন পদত্যাগ?
ড. ফয়জুল বলেন, বর্তমানে বিএনপির মধ্যে একধরনের “বামঘেঁষা আদর্শিক চর্চা” চালু হয়েছে, যেখানে ইসলামিক চিন্তাধারা ও ধর্মীয় মূল্যবোধকে ক্রমাগত উপেক্ষা করা হচ্ছে।
তিনি স্পষ্টভাবে জানান, তিনি ইসলামী মূল্যবোধে বিশ্বাসী একজন মানুষ, এবং এমন কোনো রাজনীতিতে থাকতে চান না যেখানে সেই মূল্যবোধ বিপন্ন।

“যেখানে ধর্মীয়তা উপহাসের বস্তু, সেখানে আমার অবস্থান অসম্ভব। আমি মানবতা, ইনসাফ ও নৈতিকতার রাজনীতির পক্ষে।”

🔹 নতুন পথচলার ঘোষণা
রাজনীতিকে পুরোপুরি না ছাড়লেও তিনি জানান—দেশ ও জনগণের কল্যাণে রাজনীতির মাঠে থাকবেন। তবে এবার কোনো দলের ব্যানারে নয়, স্বতন্ত্র প্রার্থী হিসেবে নিজ এলাকা ঝালকাঠি-১ (রাজাপুর-কাঠালিয়া) আসনে নির্বাচন করার প্রস্তুতি নিচ্ছেন।

“রাজনীতি আমার কাছে ক্ষমতার খেলা নয়, এটি মানুষের পাশে দাঁড়ানোর সুযোগ। আমি সেই সুযোগকে স্বাধীনভাবে কাজে লাগাতে চাই।”

🔹 বহিষ্কার না পদত্যাগ?
বিএনপির একটি অভ্যন্তরীণ সূত্র দাবি করেছিল, তাকে সংগঠন থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। কিন্তু ড. ফয়জুল সেই দাবি সরাসরি নাকচ করে বলেন—

“আমি কাউকে সুযোগ দিইনি আমাকে সরিয়ে দেওয়ার। আমি নিজেই আদর্শগত সিদ্ধান্তে পদত্যাগ করেছি।”

🧭 শেষ কথায় যা বললেন…
“আজ যারা নীতি বিসর্জন দিয়ে দল ধরে রেখেছে, কাল তারা দল ছাড়লেও মুখ লুকাবে। কিন্তু আমি মুখ উঁচু করে বলব—আমি অন্যায়ের সঙ্গে ছিলাম না।”

সর্বশেষ - অন্যান্য

আপনার জন্য নির্বাচিত

রৌমারীতে অসময়ে ব্রহ্মপুত্র নদীর ভাঙ্গনে ঘর-বাড়ি হারাল অনেকে।

ঐতিহ্যের নিদর্শন: কুমিল্লা জমিদার বাড়ি

কুয়েটে সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে ছাত্রদলের সংঘর্ষ, আহত অর্ধশত।

নালিতাবাড়ীর পানিহাতায় ভোগাই নদীতে গোসল করতে গিয়ে দুই ভাইয়ের মৃত্যু ।

রৌমারীতে সরকারি শ্রমিকদের অপব্যবহার, বন্যা পরবর্তী রাস্তার উন্নয়ন কার্যক্রমে স্থবিরতা

পরকীয়া করতে গিয়ে ধরা পড়লেন ‘বৈষম্য বিরোধী নেতা’ রাকিব।

বড় ষড়যন্ত্র হচ্ছে, জড়িত রয়েছে ভারতের মিডিয়া: প্রেস সচিব

সড়ক দুর্ঘটনায় খাগশ্রী আলিম মাদ্রাসার উপাধ্যক্ষসহ ৫ জন আহত

নালিতাবাড়ীতে ভোগাই নদী থেকে সিএনজি চালকের মরদেহ উদ্ধার

কিশোরগঞ্জে ইসলামী আন্দোলন বাংলাদেশ পৌর সম্মেলন অনুষ্ঠিত হয়।