শুক্রবার , ২৫ জুলাই ২০২৫ | ৭ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. কৃষি ও প্রকৃতি
  6. ক্যাম্পাস
  7. ক্রিকেট
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. জাতীয়
  11. জেলার খবর
  12. ডাকসু নির্বাচন
  13. তথ্যপ্রযুক্তি
  14. দেশজুড়ে
  15. ধর্ম

নালিতাবাড়ীতে ছেলের পিটুনিতে হাসপাতালে বৃদ্ধ বাবা।

প্রতিবেদক
নিজস্ব প্রতিনিধি
জুলাই ২৫, ২০২৫ ৪:০০ পূর্বাহ্ণ

তামিম আহমেদ, নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি

শেরপুরের নালিতাবাড়ীতে জমি বিক্রির টাকা না পেয়ে ছেলের মারধরে গুরুতর আহত হয়েছেন আদম আলী (৭৩) নামে এক বৃদ্ধ বাবা। বর্তমানে তিনি নালিতাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।

ঘটনাটি ঘটেছে সোমবার (২১ জুলাই) বিকেলে উপজেলার নন্নী ইউনিয়নের কন্যাডুবি গ্রামে। অভিযুক্ত ছেলে রিপন মিয়া (৩৫) দীর্ঘদিন ধরে বাবার কাছে জমি বিক্রির টাকা দাবি করে আসছিলেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার দুপুরে রিপন মিয়া তার বাবাকে বাড়ির পাশে নন্নী-বারোমারি সড়কে ডেকে নিয়ে জমির টাকা দাবি করেন। আদম আলী টাকা দিতে রাজি না হলে রিপন লাঠি দিয়ে পিটিয়ে গুরুতর জখম করেন। বাবার চিৎকারে তৃতীয় স্ত্রী এগিয়ে এলে তাকেও ধাক্কা দিয়ে ফেলে দেন। পরে স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় আদম আলীকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।

হাসপাতালের শয্যায় আদম আলী বলেন, ছেলে রিপন উশৃঙ্খল স্বভাবের। প্রায়ই জমি বিক্রির টাকা চায়। আমি আমার সব সন্তান ও স্ত্রীদের ভাগ বুঝিয়ে দিয়েছি। এখন শেষ সম্বলটুকুও নিতে চায়। রাজি না হওয়ায় আমাকে মারধর করেছে। আমি এর বিচার চাই।

আদম আলীর তৃতীয় স্ত্রী বলেন, আমরা তিন সতীন ৩০ বছর ধরে একসঙ্গে সংসার করছি। কখনো শত্রু ভাবিনি কাউকে। প্রত্যেকের ঘরে সন্তান আছে। এখন এমন পরিস্থিতি কেন হলো, বুঝে উঠতে পারছি না।

এলাকাবাসীর অভিযোগ, রিপন মিয়া দীর্ঘদিন ধরে তার বাবার ওপর শারীরিক নির্যাতন করে আসছিলেন। আগেও একাধিকবার এমন ঘটনা ঘটলেও সেগুলো পরিবারিকভাবে মীমাংসা করা হয়েছিল।

অভিযুক্ত রিপন মিয়া নিজের দায় স্বীকার করে বলেন, “বাবা ভালো মানুষ না। অনেক স্ত্রী ও পরিবার নিয়ে চলেন। কথা শুনেন না। রাগের বশে লাঠি নিয়ে গিয়েছিলাম, আঘাত লেগেছে কি না জানি না।

এ বিষয়ে নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোহেল রানা জানান, ঘটনার বিষয়ে একটি লিখিত অভিযোগ পেয়েছি। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সর্বশেষ - অন্যান্য

আপনার জন্য নির্বাচিত

কিশোরগঞ্জে জামায়াতের কর্মী সম্মেলন, পাঁচ আসনে সম্ভাব্য প্রার্থী ঘোষণা

বরিশাল বানারীপাড়া থেকে ১ কেজি ৪০০ গ্রাম গাঁজা সহ ২ জন নারী সহ ৬ জন আটক

নালিতাবাড়ীতে দুই দিন ব্যাপী ৪৬ তম বিজ্ঞান ও প্রযুক্তি মেলা শুভ উদ্বোধন।

নালিতাবাড়ীতে অসংক্রামক রোগ প্রতিরোধে আলোচনা সভা ।

মধুটিলা ইকোপার্ক ইজারা উপলক্ষে নালিতাবাড়ীতে ইফতার ও দোয়া মাহফিল

মধুটিলা ইকোপার্ক ইজারা গ্রহণ উপলক্ষে নালিতাবাড়ীতে ইফতার ও দোয়া মাহফিল

শেরপুর জেলায় অবৈধ বালু উত্তোলন রোধ ও পরিবেশ সুরক্ষা, জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রমে প্রথম স্থান অর্জন করেন নালিতাবাড়ী উপজেলা।

আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস ২০২৫ উপলক্ষে কিশোরগঞ্জে বাংলাদেশ জামায়াতে ইসলামীর বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত

0x1c8c5b6a

0x1c8c5b6a

নারী ও শিশুর প্রতি সহিংসতার প্রতিবাদে নালিতাবাড়ীতে মানববন্ধন

“কিশোরগঞ্জে মর্টার শেল তুলে ফেলায় বাড়ছে বজ্রপাতে মৃত্যুর ঝুঁকি”