বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী উত্তরের উদ্যোগে জুলাই ২০২৪-এর গণ-অভ্যুত্থানের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজধানীতে আয়োজিত হলো এক বিশাল সমাবেশ ও গণমিছিল।
সোমবার (৫ আগস্ট) সকাল ১০টায় মহাখালী রেলগেট এলাকায় আয়োজিত এ কর্মসূচিতে বিপুলসংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড. সৈয়দ আবদুস্ শহীদ মোঃ তাহের – কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ও সাবেক সংসদ সদস্য।
সভাপতিত্ব করেন মুহাম্মদ হেলাল উদ্দিন – সদস্য, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ ও আমির, ঢাকা মহানগরী উত্তর।
বক্তারা বলেন,
“জুলাই ২০২৪ ছিল জনগণের ঘুম ভাঙার দিন—একটি স্বৈরাচারী শাসনের বিরুদ্ধে গণজাগরণের সূচনা। এই গণ-অভ্যুত্থান আমাদের প্রেরণা দেয়, দুর্নীতি, অন্যায়, ভোট ডাকাতির বিরুদ্ধে দৃঢ় প্রতিরোধ গড়তে।”
তারা আরও বলেন,
“বর্তমান সরকারের দুঃশাসন, মানবাধিকার লঙ্ঘন ও ভোটবিহীন শাসনব্যবস্থার বিরুদ্ধে শান্তিপূর্ণ গণআন্দোলনের মাধ্যমেই জনগণের হারানো অধিকার পুনরুদ্ধার করতে হবে।”
সমাবেশ শেষে একটি বর্ণাঢ্য গণমিছিল বের করা হয়, যা মহাখালী থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক ঘুরে পুনরায় একই স্থানে এসে শেষ হয়।
অনুষ্ঠানে দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও বিপুলসংখ্যক কর্মী-সমর্থক উপস্থিত ছিলেন। সমাবেশ ও মিছিলের নিরাপত্তা রক্ষায় আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন ছিল।
কিশোরগঞ্জ প্রতিনিধি: মোশফিকুর রহমান আওলাদ
সম্পাদক: মোহাম্মদ সোলায়মান প্রকাশক: এনামুল হক জুনায়েদ
কিশোরগঞ্জ সদর, কিশোরগঞ্জ।
যোগাযোগ: ০১৯০৭-৮৩৬৮০৮, ইমেইল: newsnagar@gmail.com
নিউজ নগর