র্যালিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল নূরুল ইসলাম সাদ্দাম।
এছাড়াও র্যালিতে অংশগ্রহণ করেন ছাত্রশিবিরের কেন্দ্রীয় সেক্রেটারিয়েট সদস্যবৃন্দ, ঢাকাস্থ বিভিন্ন বিশ্ববিদ্যালয় শাখা ও মহানগরী শাখার নেতৃবৃন্দ। তারা ব্যানার, প্ল্যাকার্ড ও শ্লোগানের মাধ্যমে দেশের বর্তমান অবস্থা, নিপীড়ন, দুঃশাসন ও গণতন্ত্রহীনতার বিরুদ্ধে প্রতিবাদ জানান।
বক্তারা বলেন,
“৩৬ জুলাই একটি ঐতিহাসিক ঘটনার নাম। এ দিন দেশের ছাত্র-জনতার দীর্ঘদিনের ত্যাগ, সংগ্রাম ও আত্মত্যাগের প্রতিফলন। এই গণ-অভ্যুত্থান ছিল অন্যায়ের বিরুদ্ধে এক সাহসী চ্যালেঞ্জ। ইসলামী ছাত্রশিবির সেই চেতনায় বিশ্বাসী, এবং নতুন প্রজন্মকে সত্য, ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠার পথে এগিয়ে নিয়ে যেতে বদ্ধপরিকর।”
র্যালিটি শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয় এবং শহরের গুরুত্বপূর্ণ স্থানে জনগণের দৃষ্টি আকর্ষণ করে।
কিশোরগঞ্জ প্রতিনিধি: মোশফিকুর রহমান আওলাদ
সম্পাদক: মোহাম্মদ সোলায়মান প্রকাশক: এনামুল হক জুনায়েদ
কিশোরগঞ্জ সদর, কিশোরগঞ্জ।
যোগাযোগ: ০১৯০৭-৮৩৬৮০৮, ইমেইল: newsnagar@gmail.com
নিউজ নগর