৩৬ জুলাই ঐতিহাসিক গণঅভ্যুত্থান উপলক্ষে "জুলাই গণঅভ্যুত্থানে আলেম ওলামাদের ভূমিকা" শীর্ষক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কিশোরগঞ্জ জেলা শাখার আমীর অধ্যাপক মোঃ রমজান আলী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কিশোরগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক জনাব মাজহারুল ইসলাম।
আলোচকরা বলেন, দেশের স্বাধীনতা ও গণতান্ত্রিক অধিকার রক্ষায় আলেম-ওলামারা সবসময় অগ্রণী ভূমিকা পালন করেছেন। ৩৬ জুলাই গণঅভ্যুত্থানেও তাদের অবদান অনস্বীকার্য।
সভায় বিভিন্ন রাজনৈতিক ও ধর্মীয় সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। বক্তারা গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা ও জনগণের অধিকার আদায়ের লক্ষ্যে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।
কিশোরগঞ্জ প্রতিনিধি: মোশফিকুর রহমান আওলাদ
সম্পাদক: মোহাম্মদ সোলায়মান প্রকাশক: এনামুল হক জুনায়েদ
কিশোরগঞ্জ সদর, কিশোরগঞ্জ।
যোগাযোগ: ০১৯০৭-৮৩৬৮০৮, ইমেইল: newsnagar@gmail.com
নিউজ নগর