কিশোরগঞ্জ প্রতিনিধি
গাজীপুরে সাংবাদিক মো. আসাদুজ্জামান তুহিন হত্যার প্রতিবাদে কিশোরগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার দুপুর ১২টায় শহরের কালীবাড়ি মোড়ের বিজয় চত্বরে প্রায় এক ঘণ্টাব্যাপী এই কর্মসূচি পালিত হয়। এতে জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার প্রায় শতাধিক সাংবাদিক অংশ নেন।
মানববন্ধনে বক্তারা বলেন, একজন সাংবাদিককে প্রকাশ্যে কুপিয়ে হত্যা করা স্বাধীন দেশে নৃশংসতার চরম দৃষ্টান্ত। এ ঘটনায় গ্রেপ্তারকৃতদের দ্রুত বিচারের মাধ্যমে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। একই সঙ্গে সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে সরকারকে কার্যকর পদক্ষেপ নিতে হবে। অন্যথায় সারাদেশের সাংবাদিক সমাজ কঠোর আন্দোলনে নামতে বাধ্য হবে।
কিশোরগঞ্জ প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট শেখ মাসুদ ইকবালের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সাইফুল মালেক চৌধুরীর সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন—
সিনিয়র সাংবাদিক ও লেখক মু. আ. লতিফ, কিশোরগঞ্জ জেলা জামায়াতের আমীর রমজান আলী, জেলা বিএনপির সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম, কিশোরগঞ্জ জেলা সাংবাদিক ইউনিয়নের সভাপতি আহমাদ ফরিদ, প্রেসক্লাবের সহ-সাধারণ সম্পাদক মনিরুজ্জামান খান চৌধুরী সোহেল, কোষাধ্যক্ষ শফিকুল ইসলাম ফকির মতি, কার্যনির্বাহী সদস্য কাওসার আহমেদ টিটু ও মো. আমিনুল হক সাদী।
বক্তারা সাংবাদিক তুহিন হত্যার নেপথ্যের পরিকল্পনাকারীদেরও বিচারের আওতায় আনার দাবি জানান।
সম্পাদক: মোহাম্মদ সোলায়মান প্রকাশক: এনামুল হক জুনায়েদ
কিশোরগঞ্জ সদর, কিশোরগঞ্জ।
যোগাযোগ: ০১৯০৭-৮৩৬৮০৮, ইমেইল: newsnagar@gmail.com
নিউজ নগর