গাজীপুরের চান্দনা চৌরাস্তায় সাংবাদিক মো. আসাদুজ্জামান তুহিনকে কুপিয়ে হত্যার ঘটনায় সরাসরি অংশ নেওয়া সাতজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
পুলিশ জানায়, গত ৭ আগস্ট রাত ৮টার দিকে মসজিদ মার্কেটের সামনে তুহিনকে কুপিয়ে গুরুতর জখম করা হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। তদন্তে জানা যায়, হত্যাকাণ্ডে সরাসরি অংশ নিয়েছিল মোট সাতজন, যাদের শনিবার (৯ আগস্ট) অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয়।
পুলিশের দাবি, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা হত্যার বিষয়টি স্বীকার করেছে। হত্যার পেছনের কারণ ও অন্যান্য সহযোগীদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
সম্পাদক: মোহাম্মদ সোলায়মান প্রকাশক: এনামুল হক জুনায়েদ
কিশোরগঞ্জ সদর, কিশোরগঞ্জ।
যোগাযোগ: ০১৯০৭-৮৩৬৮০৮, ইমেইল: newsnagar@gmail.com
নিউজ নগর