তানিম আহমেদ নালিতাবাড়ী শেরপুর) প্রতিনিধি
শেরপুরের নালিতাবাড়ীতে চোরাই পথে আনা ২৯৭ বোতল ভারতীয় মদসহ একটি প্রাইভেটকার জব্দ করেছে থানা পুলিশ। পরবর্তীতে গাড়ির চালককে আটক করা হয় নালিতাবাড়ী পৌর এলাকা থেকে । জব্দকৃত মদের বাজারমূল্য প্রায় ৩৫ লাখ টাকা বলে জানিয়েছে পুলিশ।
শুক্রবার (৮ আগস্ট) দিবাগত মধ্যরাতে শহরের ঢাকা বাস স্টেশন এলাকা থেকে মদগুলো জব্দ করা হয়। পুলিশ জানায়, রাত সোয়া একটার দিকে ঢাকা-নালিতাবাড়ী মহাসড়কের ঢাকা বাস স্টেশনের দক্ষিণ পাশে পৌঁছালে টহলরত পুলিশ দেখে একটি প্রাইভেটকার রাস্তার পাশে থাকা একটি বাড়ির সামনে রেখে পেছনের জলাভূমি দিয়ে পালিয়ে যায় জড়িতরা। পরবর্তীতে গাড়ির চালক সাজ্জাদ হোসেন রকি (২৮), পিতা মুজিবুর রহমান বাচ্চু, গ্রাম পশ্চিম ফুলবাড়িয়া, থানা ও জেলা জামালপুর সদর তাকে নালিতাবাড়ী পৌর এলাকা থেকে আটক করা হয়
পরে গাড়িটি তল্লাশি করে পেছনের সিট ও বুট ডালায় রাখা ১১ বস্তা বিভিন্ন ব্র্যান্ডের ভারতীয় মদ পাওয়া যায়। এর মধ্যে ম্যাজিক মোমেন্ট, ইম্পেরিয়াল ব্লু, ম্যাকডুয়েলস ও রয়েল স্ট্যাগ ব্র্যান্ডের মোট ২৯৭ বোতল মদ ছিল। প্রাইভেটকার ও মদ জব্দ করে থানায় নিয়ে যাওয়া হয়।
নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা জানান । গাড়ির চালক সাজ্জাদ হোসেন রকি এর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে আগামীকাল আদালতে প্রেরণ করা হবে।
সম্পাদক: মোহাম্মদ সোলায়মান প্রকাশক: এনামুল হক জুনায়েদ
কিশোরগঞ্জ সদর, কিশোরগঞ্জ।
যোগাযোগ: ০১৯০৭-৮৩৬৮০৮, ইমেইল: newsnagar@gmail.com
নিউজ নগর