তানিম আহমেদ নালিতাবাড়ী শেরপুর) প্রতিনিধি
শেরপুরের নালিতাবাড়ীতে সীমান্তে পতাকা বৈঠকের মাধ্যমে ১০ জন বাংলাদেশিকে নাকুগাও স্থল বন্দর সংলগ্ন সীমান্ত পিলারের কাছ থেকে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) হস্তান্তর করেন বিজিবির নিকট ।
রবিবার (১০ আগস্ট) বিকেল ৪টার দিকে নাকুগাঁও স্থলবন্দর সংলগ্ন সীমান্ত পিলার এলাকায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) ও বিজিবি পতাকা বৈঠকের মাধ্যমে রাজশাহীর গোদাগাড়ী ও তানোর উপজেলার ১০ জন বাংলাদেশিকে হস্তান্তর কার্যক্রম সম্পন্ন করা হয়।
হস্তান্তরকৃতরা হলেন ১। শ্রী কিরন লাকড়া (২৮), পিতা- অনিল লাকড়া ২। অনিতা রানী (২৬), স্বামী- শ্রী কিরন লাকড়া ৩। নন্দীনি লাকড়া (০২), পিতা- শ্রী কিরন লাকড়া; সাং- মলমপাড়া, পোঃ রাজাবাড়ী, থানা- গোদাগাড়ী, জেলা- রাজশাহী ৪। শ্রী সুখদেব উরাও (৩৫), পিতা- শ্রী স্বপন উরাও ৫। শ্রী গোলাপী উরাও (২৭), স্বামী- শ্রী সুখদেব উরাও ৬। মায়াদেবী (১৬) ৭। ছায়াবতী (১৩) ৮। অর্নবতী (১০) ৯। বিষ্ণুপ্রিয়া (০৫) ১০। সুদ্বীপ্ত উরাও (০৭ মাস); সর্বের পিতা- শ্রী সুখদেব উরাও; সাং- জোতগরীব, পোঃ তেলোপাড়া, থানা- তানোর, জেলা- রাজশাহী।
বিজিবি সূত্রে জানা গেছে, সীমান্ত অতিক্রমের সময় ভারতের ভেতরে প্রবেশ করলে বিএসএফ তাদের আটক করে। পরে উভয় দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে পতাকা বৈঠকের মাধ্যমে তাদের দেশে ফিরিয়ে আনা হয়।
সম্পাদক: মোহাম্মদ সোলায়মান প্রকাশক: এনামুল হক জুনায়েদ
কিশোরগঞ্জ সদর, কিশোরগঞ্জ।
যোগাযোগ: ০১৯০৭-৮৩৬৮০৮, ইমেইল: newsnagar@gmail.com
নিউজ নগর