চাঁদাবাজি, দখলবাজিসহ দলীয় নীতি ও আদর্শবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি সাহাব উদ্দিনকে সব দলীয় পদ থেকে সাময়িকভাবে অব্যাহতি দেওয়া হয়েছে। দলীয় নীতি ও আদর্শবিরোধী কর্মকাণ্ডে সম্পৃক্ত থাকার অভিযোগে এ সিদ্ধান্ত নেওয়া হয়।
সোমবার (১১ আগস্ট) রাতে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়। বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, সাহাব উদ্দিনের স্থানে দলীয় সহ-সভাপতি হাজী আব্দুল মান্নানকে ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই সিদ্ধান্ত কার্যকর থাকবে।
স্থানীয় সূত্রে জানা যায়, ভোলাগঞ্জ সাদাপাথর পর্যটন এলাকায় আদালতের নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও বেশ কিছুদিন ধরে প্রকাশ্যে পাথর উত্তোলন চলছে। শাহ আরেফিন টিলা ও রোপওয়ে বাংকার এলাকা থেকে পাথর তুলে পরিবেশ ধ্বংস করা হচ্ছে বলে অভিযোগ উঠেছে। এসব কর্মকাণ্ডে স্থানীয় প্রভাবশালী ব্যক্তিদের সংশ্লিষ্টতার কথাও উঠে এসেছে।
অভিযোগ রয়েছে, ‘সাদাপাথর’ এলাকা ও আশপাশের বাসাবাড়ি থেকেও অবৈধভাবে পাথর উত্তোলন চলছে। পরিবেশ অধিদপ্তর এ বিষয়ে কার্যকর কোনো পদক্ষেপ নিচ্ছে না বলেও স্থানীয়দের অভিযোগ।
সম্প্রতি পাহাড়ি ঢলের ফলে কিছু বালু-পাথরের স্তর জমা হলেও ঢলের আগেই মূল্যবান পাথর তুলে নেওয়া হয়েছে বলে জানা গেছে। এসব ঘটনার সঙ্গে রাজনৈতিক প্রভাবশালীদের নামও উঠে আসছে।