তানিম আহমেদ নালিতাবাড়ী শেরপুর) প্রতিনিধি
শেরপুরের নালিতাবাড়ীতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার কনিষ্ঠ পুত্র, বিশিষ্ট ক্রীড়া সংগঠক আরাফাত রহমান কোকোর ৫৬তম জন্মদিন উদযাপন করা হয়েছে। মঙ্গলবার (১২ আগস্ট) এশার নামাজের পর উপজেলা বিএনপির একাংশের উদ্যোগে কেক কাটা, আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নালিতাবাড়ী উপজেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক ইউনুস আলী দেওয়ান, জাহাঙ্গীর আলম, এম. এ. মালেক, ইসমাইল হোসেন, শ্রমিক নেতা আমিনুল ইসলাম, উপজেলা কৃষকদলের সাবেক যুগ্ম-আহ্বায়ক খোরশেদ আলম, সাবেক স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক নুরুজ্জামান খোকন, ইব্রাহিম, বাবুলসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতারা।
এসময় যুবদল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দল ও শ্রমিক দলের অসংখ্য নেতা-কর্মী উপস্থিত ছিলেন। বক্তারা আরাফাত রহমান কোকোর স্মৃতিচারণ করে বলেন, তিনি ছিলেন বিনয়ী, কর্মীবান্ধব ও ক্রীড়াঙ্গনের একজন সফল সংগঠক, যিনি দেশের তরুণ সমাজকে অনুপ্রাণিত করেছিলেন। শেষে তাঁর আত্মার মাগফেরাত কামনা করে দেশের গণতন্ত্র পুনরুদ্ধারে সকল নেতাকর্মীকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানানো হয়।
সম্পাদক: মোহাম্মদ সোলায়মান প্রকাশক: এনামুল হক জুনায়েদ
কিশোরগঞ্জ সদর, কিশোরগঞ্জ।
যোগাযোগ: ০১৯০৭-৮৩৬৮০৮, ইমেইল: newsnagar@gmail.com
নিউজ নগর