সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ভোলাগঞ্জ সাদাপাথর এলাকায় লুট হওয়া রাষ্ট্রীয় পাথর উদ্ধারে অভিযান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বুধবার (১৩ আগস্ট) দুপুর থেকে এই অভিযান পরিচালনা করছেন দুদকের সিলেট সমন্বিত জেলা কার্যালয়ের উপপরিচালক নাজমুস সাদাত রাফি।
দুদকের সহকারী পরিচালক (জনসংযোগ) তানজির আহমেদ বিষয়টি নিশ্চিত করে জানান, স্থানীয় প্রশাসনের কিছু কর্মকর্তা ও রাজনৈতিক দলের অসাধু ব্যক্তিদের যোগসাজশে অবৈধভাবে পাথর উত্তোলনের মাধ্যমে রাষ্ট্রীয় সম্পদের ক্ষতিসাধনের অভিযোগের ভিত্তিতে কমিশন এই ইনফোর্সমেন্ট কার্যক্রম চালাচ্ছে।
তিনি আরও বলেন, তদন্তে প্রমাণ মিললে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।