তানিম আহমেদ নালিতাবাড়ী শেরপুর) প্রতিনিধি
শেরপুরের নালিতাবাড়ী উপজেলার কাকরকান্দি ইউনিয়নের সোহাগপুর গ্রামে ঘরের ভেতর থেকে লুতফুল নেছা (৪৫) নামে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ।
শুক্রবার (১৫ আগস্ট) দুপুরে জুমার নামাজে গেলে এ সময় লুতফুল নেছা ঘরের আড়ার সঙ্গে গলায় ফাঁস দেন।নিহত লুতফুল নেছা স্থানীয় আজিজুল হকের স্ত্রী।
পরিবার ও এলাকাবাসীর সূত্র জানায়, নিহত লুতফুল নেছা দীর্ঘদিন ধরে মানসিক ভারসাম্যহীনতায় ভুগছিলেন। তিনি তিন ছেলে ও দুই মেয়ে রেখে গেছেন । শুক্রবার জুম্মার নামাজে গেলে লুৎফর নাহার ঘরের ধন্নার সঙ্গে গলায় ফাঁস দেন।পরে খবর পেয়ে নালিতাবাড়ী থানা পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে।
বিষয়টি নিশ্চিত করে নালিতাবাড়ী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা বলেন, মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে।