তানিম আহমেদ নালিতাবাড়ী শেরপুর) প্রতিনিধি
বাংলাদেশ কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতি (বিসিডিএস) শেরপুর জেলা শাখার নতুন কার্যকরী কমিটি ঘোষণা করা হয়েছে। সম্প্রতি কেন্দ্রীয় পরিচালনা পরিষদের ৫ম মাসিক সভায় সর্বসম্মতিক্রমে এ কমিটি অনুমোদন দেওয়া হয়।
কেন্দ্রীয় কমিটির সভাপতি ময়নুল হক চৌধুরীর স্বাক্ষরে ঘোষিত এই কমিটিতে শেরপুর সদর হাসপাতাল রোডের মেসার্স রাবেয়া ফার্মেসীর স্বত্বাধিকারী মোঃ রমজান আলীকে সভাপতি করে ১৭ সদস্য বিশিষ্ট কার্যকরী কমিটি গঠন করা হয়েছে। এতে একজন সিনিয়র সহ-সভাপতি, দুইজন সহ-সভাপতি এবং ১৩ জন কার্যকরী সদস্য অন্তর্ভুক্ত রয়েছেন।
জানা যায়, চলতি মাসের ৯ আগস্ট কেন্দ্রীয় কমিটির সভায় শেরপুর জেলা শাখার পূর্ববর্তী কমিটি বিলুপ্ত করে নতুন কার্যকরী কমিটি অনুমোদনের নীতিগত সিদ্ধান্ত গ্রহণ করা হয়। এরই ধারাবাহিকতায় ১২ আগস্ট আনুষ্ঠানিকভাবে নতুন কমিটি ঘোষণা করা হয়।
নতুন কমিটির সহ-সভাপতি, নারায়নপুরের মেসার্স মমিন মেডিকেল হলের স্বত্বাধিকারী শামিম আহাম্মেদ বলেন জেলার ঔষধ ব্যবসায়ীদের স্বার্থে আমরা সবসময় সোচ্চার ছিলাম, এখনও রয়েছি। পুরাতন কমিটি বিলুপ্ত করে নতুন কমিটি অনুমোদন দেওয়ায় কেন্দ্রীয় কমিটিকে ধন্যবাদ জানাই।
সভাপতি মোঃ রমজান আলী তাঁর প্রতিক্রিয়ায় জানান
ঔষধ ব্যবসায়ী ও ভোক্তার স্বার্থ রক্ষায় সর্বাত্মকভাবে কাজ করে যাবো। সুন্দর একটি কমিটি উপহার দেওয়ার জন্য কেন্দ্রীয় কমিটির কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি। সেই সাথে আমার উপর অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন করার প্রতিশ্রুতি দিচ্ছি।
নতুন কমিটির মাধ্যমে শেরপুর জেলার ঔষধ ব্যবসায়ীদের অধিকার ও ভোক্তাদের স্বার্থ আরও জোরদার হবে বলে আশা প্রকাশ করেছেন বিসিডিএস নেতৃবৃন্দ।