তানিম আহমেদ নালিতাবাড়ী শেরপুর) প্রতিনিধি
শেরপুরের নালিতাবাড়ী উপজেলা প্রেসক্লাবের নতুন কার্যকরী কমিটি গঠন করা হয়েছে। এতে মো. সাইফুল ইসলাম সভাপতি, মো. মঞ্জুরুল আহসান কার্যকরী সভাপতি এবং মো. জাহাঙ্গীর আলম তালুকদার সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।
২০২২ সালের ১৬ আগস্ট গঠিত ৩ বছরের মেয়াদী ১১ সদস্য বিশিষ্ট কমিটির মেয়াদ শেষ হওয়ায় শনিবার (১৬ আগস্ট) রাতে প্রেসক্লাব কার্যালয়ে আলোচনা শেষে ১৬ সদস্য বিশিষ্ট নতুন কার্যকরী কমিটি ঘোষণা করা হয়। সন্ধ্যা ৭টা থেকে রাত সাড়ে ১১টা পর্যন্ত অনুষ্ঠিত এ কার্যক্রমে প্রথমে প্রেসক্লাবের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়। এরপর দ্বিতীয় অধিবেশনে অনুষ্ঠিত নির্বাচনে সভাপতি পদে দৈনিক কালবেলা’র নালিতাবাড়ী প্রতিনিধি মো. সাইফুল ইসলাম বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।
সাধারণ সম্পাদক পদে গোপন ভোটে নির্বাচিত হন দৈনিক ভোরের কাগজের প্রতিনিধি মো. জাহাঙ্গীর আলম তালুকদার। যুগ্ম সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতার মাধ্যমে নির্বাচিত হন দৈনিক ভোরের ডাকের আবু ইলিয়াছ সাদ্দাম ও দৈনিক আলোর দিগন্তের মো. আবদুল কবির।
এছাড়া ১৬ সদস্য বিশিষ্ট কার্যকরী পরিষদের উপদেষ্টা পদে জ্যেষ্ঠ সাংবাদিক লাল মো. শাহজাহান কিবরিয়া, সাংগঠনিক সম্পাদক পদে দৈনিক কালের কণ্ঠের প্রতিনিধি ক্লোডিয়া নকরেক কেয়া, প্রচার সম্পাদক পদে মো. মামুন হোসেন এবং দপ্তর সম্পাদক পদে মো. নিবির হোসেন মিলন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।
অন্যদিকে, কমিটির বাকি পদগুলো পরবর্তীতে আলোচনা করে পূর্ণাঙ্গ কমিটি করা হবে বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে।