জনপ্রিয় অভিনেতা তৌসিফ মাহবুব সম্প্রতি এক ভিন্নধর্মী নাটকের শুটিংয়ে অংশ নেন, যেখানে তাকে শুয়ে থাকতে হয় একটি কবরের মতো গর্তে — সঙ্গে ছিল ছয়টি জ্যান্ত সাপ! নাটকের নাম ‘খোয়াবনামা’, পরিচালনায় ভিকি জাহেদ।
এই বিশেষ দৃশ্যটির জন্য তৌসিফকে কাফনের কাপড় পরিয়ে গর্তে শুইয়ে তার শরীরের ওপর ছেড়ে দেওয়া হয় সাপগুলো। প্রায় ৩০ মিনিট ধরে তাকে সেই অবস্থায় থাকতে হয়। পুরো শুটিংয়ের সময়টুকু ছিল তার জীবনের সবচেয়ে ভয়ের — এমনটাই জানান তিনি।
তৌসিফ বলেন, “একটা সময় মনে হয়েছিল আমার হার্ট অ্যাটাক হয়ে যাবে। কবরে শুয়ে থাকা, সাপের ফিসফিস শব্দ আর তাদের শরীরের স্পর্শ — এটা শব্দে বোঝানো সম্ভব না।”
তিনি আরও বলেন, “আমি চেয়েছিলাম দৃশ্যটা শুটিংয়ের একেবারে শেষে হোক, কারণ এটা মানসিকভাবে অনেক চাপের ছিল।”
এই অভিজ্ঞতা শেয়ার করে তিনি জানিয়েছেন, এটা কোনো গ্রাফিক্স ছিল না — সত্যিকারের সাপ ব্যবহার করা হয়েছে। এমন সাহসী অভিনয় চেষ্টা বেশ প্রশংসা কুড়াচ্ছে দর্শকমহলে।