মাই টিভির চেয়ারম্যান নাসির উদ্দিন সাথী গ্রেপ্তার
ঢাকা, ১৮ আগস্ট ২০২৫:
বেসরকারি টেলিভিশন চ্যানেল মাই টিভির চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক নাসির উদ্দিন সাথীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রোববার (১৭ আগস্ট) সন্ধ্যায় রাজধানীর গুলশানের নিজ বাসা থেকে তাকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপির যুগ্ম পুলিশ কমিশনার (গোয়েন্দা-দক্ষিণ) নাসিরুল ইসলাম।
ডিএমপির জনসংযোগ বিভাগের উপকমিশনার তালেবুর রহমান জানান, যাত্রাবাড়ী থানায় দায়ের করা একটি হত্যা মামলায় এজাহারভুক্ত আসামি হিসেবে তাকে গ্রেপ্তার করা হয়েছে।
উল্লেখ্য, রাজধানীর হাতিরঝিলের পাশে অবস্থিত মাই টিভি মূলত ভি. এম. ইন্টারন্যাশনাল লিমিটেড নামক একটি মালিকানাধীন প্রতিষ্ঠানের অধীনে পরিচালিত হচ্ছে। ২০১০ সাল থেকে চ্যানেলটি সম্প্রচারে রয়েছে।
সম্পাদক: মোহাম্মদ সোলায়মান প্রকাশক: এনামুল হক জুনায়েদ
কিশোরগঞ্জ সদর, কিশোরগঞ্জ।
যোগাযোগ: ০১৯০৭-৮৩৬৮০৮, ইমেইল: newsnagar@gmail.com
নিউজ নগর