টাঙ্গাইলের মির্জাপুরে পরকীয়ার সন্দেহে স্ত্রীকে কুড়াল দিয়ে কুপিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। সোমবার (১৮ আগস্ট) দুপুরে উপজেলার তরফপুর নামাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত রোজিনা আক্তার (৩৫) ওই এলাকার হাসমত আলীর মেয়ে। তিনি স্বামী আব্দুল লতিফের (৪৬) সঙ্গে দীর্ঘদিন ধরে বসবাস করছিলেন। স্থানীয় সূত্রে জানা গেছে, পারিবারিক কলহ ও পরকীয়া সন্দেহকে কেন্দ্র করেই এ হত্যাকাণ্ড ঘটে।
ঘটনার পর অভিযুক্ত স্বামী লতিফ দ্রুত পালিয়ে যান। এ ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে।
মির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পারিবারিক কলহের জেরে স্ত্রীকে হত্যা করেছে স্বামী। অভিযুক্তকে গ্রেপ্তারের জন্য অভিযান চলছে।
এ হত্যাকাণ্ডে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
সম্পাদক: মোহাম্মদ সোলায়মান প্রকাশক: এনামুল হক জুনায়েদ
কিশোরগঞ্জ সদর, কিশোরগঞ্জ।
যোগাযোগ: ০১৯০৭-৮৩৬৮০৮, ইমেইল: newsnagar@gmail.com
নিউজ নগর