কিশোরগঞ্জ শহরের একটি আবাসিক হোটেল থেকে নাহিদ খান অলি (৩৪) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার (২১ আগস্ট) রাতের কোনো এক সময় শহরের স্টেশন রোড এলাকায় অবস্থিত হোটেল গোল্ডেন পার্ক-এর একটি কক্ষ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, নাহিদ খান অলি ঢাকার একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করতেন।
তার গ্রামের বাড়ি ভৈরব উপজেলার আগানগর ইউনিয়নের ডা. হক খানের বাড়ি।
পুলিশ জানায়, ঘটনার রাতে হোটেলটিতে উঠেছিলেন তিনি।