তানিম আহমেদ, নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি
শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় উন্মুক্ত জলাশয়ে নিষিদ্ধ কারেন্ট জাল, চায়না দুয়ারী জালসহ বিভিন্ন অবৈধ জাল ব্যবহার বিরুদ্ধে অভিযান পরিচালনা করেন ।
বৃহস্পতিবার (২১ আগস্ট ) উপজেলার যোগানিয়া ইউনিয়নের বাইটকামারী খাল, বড়বিলা বিল ও বাইটকামারী বিলে মৎস্য সংরক্ষণ আইন-১৯৫০ বাস্তবায়নে এ মোবাইল কোর্ট অভিযান পরিচালিত হয়।
অভিযানে উপজেলা মৎস্য অফিসার মো. সারোয়ার হোসাইন, যোগানিয়া ইউনিয়ন পরিষদের প্রশাসক সাইফুল ইসলাম, এসিল্যান্ড, কৃষি সম্প্রসারণ অফিসার, পুলিশ ও গ্রামপুলিশ সদস্যরা অংশ নেন। এ সময় কর্মকর্তারা নিজেরাই পানিতে নেমে জাল উদ্ধার করেন।
অভিযানে প্রায় ২০টি চায়না জাল, ১৫০০ মিটার কারেন্ট জাল ও একটি ভীম জাল জব্দ করে ধ্বংস করা হয়। এসব জালের আনুমানিক মূল্য প্রায় ২ লাখ ৫০ হাজার টাকা।
উপজেলা মৎস্য অফিসার বলেন, দেশীয় প্রজাতির মাছ রক্ষা ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। পাশাপাশি নালিতাবাড়ী উপজেলার কোথাও যদি কোনো দোকান, গোডাউন বা কারখানায় এসব নিষিদ্ধ জাল মজুত বা বিক্রি হয়, তবে দ্রুত উপজেলা মৎস্য অফিসে তথ্য দেওয়ার জন্য তিনি সাধারণ মানুষের প্রতি আহ্বান জানান।
জনস্বার্থে এ অভিযান চলমান থাকবে বলে তিনি উল্লেখ করেন।