মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি ॥ অনিক চৌধুরী
মুরাদনগর উপজেলার প্রাণকেন্দ্র আল্লাহ চত্ত্বর এলাকায় ফুটপাত দখলমুক্ত করতে মঙ্গলবার (১৯ আগস্ট ২০২৫) ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালিত হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তার নেতৃত্বে পরিচালিত এই অভিযানে দখলদারদের কাছ থেকে ফুটপাত পুনরুদ্ধার করা হয়।
অভিযান চলাকালে ফুটপাত জুড়ে গড়ে ওঠা অস্থায়ী দোকানপাট ও স্থাপনা উচ্ছেদ করা হয়। কিছু ব্যবসায়ীকে আইন অমান্য করার দায়ে অর্থদণ্ড প্রদান করা হয়। প্রশাসন জানায়, ফুটপাত মূলত পথচারীদের চলাচলের জন্য, কিন্তু দীর্ঘদিন ধরে আল্লাহ চত্ত্বর এলাকায় তা দখল করে ব্যবসা পরিচালনা করায় সাধারণ মানুষের চলাচলে দুর্ভোগ সৃষ্টি হচ্ছিল।
উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, “ফুটপাত দখল করে কেউ ব্যবসা করতে পারবে না। পথচারীদের চলাচলের অধিকার রক্ষায় এ ধরনের অভিযান নিয়মিতভাবে চালানো হবে।” অভিযানে উপজেলা প্রশাসনের কর্মকর্তাসহ পুলিশ ও আনসার সদস্যরা অংশ নেন।
সম্পাদক: মোহাম্মদ সোলায়মান প্রকাশক: এনামুল হক জুনায়েদ
কিশোরগঞ্জ সদর, কিশোরগঞ্জ।
যোগাযোগ: ০১৯০৭-৮৩৬৮০৮, ইমেইল: newsnagar@gmail.com
নিউজ নগর