নিকলী, আগস্ট ২৩:
দীর্ঘ প্রতীক্ষার প্রহর গুনে কিশোরগঞ্জ জেলার নিকলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ৫০ শয্যায় উন্নীত হয়েছে। নিকলী উপজেলা স্বাস্থ্য প্রশাসক ডাঃ সজীব ঘোষ বিষয়টি নিশ্চিত করেছেন।
ভাটি অঞ্চলের পর্যটন কেন্দ্র হিসেবে পরিচিত এই অঞ্চলের ২ লক্ষাধিক অবহেলিত মানুষের চিকিৎসার জন্য এটি একমাত্র সরকারি হাসপাতাল। তবে প্রয়োজনীয় ডাক্তার, নার্স, অন্যান্য স্টাফ ও পর্যাপ্ত চিকিৎসা যন্ত্রপাতির অভাবে চিকিৎসা কাজ ব্যাহত হচ্ছে। ৫০ শয্যায় উন্নীত হওয়ায় জনবলও সেই অনুপাতে বৃদ্ধি করতে হবে।
উল্লেখ্য যে, ৩১ শয্যা বিশিষ্ট নিকলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ৫০ শয্যায় উন্নীত করার জন্য সরকার পরিবর্তনের পর প্রথম উদ্যোগ নিয়েছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কিশোরগঞ্জ জেলা আমীর, কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও কিশোরগঞ্জ-৫ (নিকলী ও বাজিতপুর) আসনে জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী অধ্যাপক মোঃ রমজান আলী।
নিকলী উপজেলা আমীর মোঃ আবুল হোসেন ৫০ শয্যায় উন্নীত করার সংবাদ তাকে জানান। তিনি আল্লাহর শুকরিয়া আদায় করে বলেন, ফ্যাসিবাদের পতনের পর তিনি স্বাস্থ্য উপদেষ্টা ও স্বাস্থ্য সচিবের সাথে সাক্ষাৎ করে নিকলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ৫০ শয্যায় উন্নীত করার দাবি জানান। পরবর্তীতে তিনি কিশোরগঞ্জ সিভিল সার্জনের সাথেও এই বিষয়ে যোগাযোগ করেন।

কিশোরগঞ্জ প্রতিনিধি: মোশফিকুর রহমান আওলাদ