ঢাকা, ২৪ আগস্ট:
বিএনপির সংসদ সদস্য রুমিন ফারহানাকে ‘আওয়ামী বিষয়ক সম্পাদক’ হিসেবে আখ্যায়িত করেছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর দক্ষিণাঞ্চলের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ। তিনি বলেন, “বিএনপির ভেতরে অনেকে আওয়ামী লীগ ঘেঁষা, তাদের মধ্যে অন্যতম রুমিন ফারহানা।”
রোববার নির্বাচন ভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব মন্তব্য করেন এনসিপি নেতা।
হাসনাত অভিযোগ করেন, “রুমিন ফারহানা শেখ হাসিনার কাছ থেকে ফ্ল্যাট চেয়েছিলেন। এখন শেখ হাসিনার পতনে তিনিই সবচেয়ে বেশি কষ্ট পেয়েছেন। তিনি আওয়ামী লীগের থেকেও বেশি আওয়ামী লীগের পণ্য হয়ে উঠেছেন। গত ১৫ বছর ধরে তিনি যেভাবে সুবিধা ভোগ করেছেন, তা আওয়ামী ঘরানার সঙ্গেই যায়।”
নির্বাচন কমিশনকে (ইসি) নিয়েও তীব্র সমালোচনা করেন হাসনাত। তিনি বলেন, “অতীতের কাঠামো অনুযায়ীই কমিশনারদের নিয়োগ দেওয়া হয়েছে। কমিশনের নিরপেক্ষতা সব সময় প্রশ্নবিদ্ধ থেকেছে। আজকের ঘটনাগুলো থেকেই বোঝা যায়, আগামী নির্বাচন কেমন হবে এবং সেখানে বিএনপির ভূমিকা কী হতে পারে।”
তিনি আরও বলেন, “আজ আমরা দেখেছি, নির্বাচন কমিশনে আমাদের নেতাকর্মীদের ঢুকতে পুলিশ বাধা দিয়েছে, অথচ বিএনপির নেতাকর্মীদের ঢুকতে দেওয়া হয়েছে। নির্বাচন কমিশন এখন কিছু নির্দিষ্ট দলের পার্টি অফিসে পরিণত হয়েছে।”
হাসনাত বলেন, “আমরা সবসময় একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের দাবি জানিয়ে আসছি। দেশের মানুষও গণতান্ত্রিক উত্তরণের জন্য অপেক্ষা করছে। কিন্তু তারা আবারও সহিংসতার রাজনীতিতে ফিরতে চায় না। এজন্য নির্বাচন কমিশনকে পেশাদারিত্ব ও নিরপেক্ষতার পরিচয় দিতে হবে।”
সম্পাদক: মোহাম্মদ সোলায়মান প্রকাশক: এনামুল হক জুনায়েদ
কিশোরগঞ্জ সদর, কিশোরগঞ্জ।
যোগাযোগ: ০১৯০৭-৮৩৬৮০৮, ইমেইল: newsnagar@gmail.com
নিউজ নগর