ঢাকা: মোহাম্মদপুর থানার সমালোচিত ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী ইফতেখার হাসানসহ ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) তিন কর্মকর্তাকে বদলি করা হয়েছে।
রোববার (২৪ আগস্ট) ডিএমপি কমিশনার শেখ সাজ্জাত আলী স্বাক্ষরিত এক অফিস আদেশে এ বদলির নির্দেশ দেওয়া হয়।
আদেশ অনুযায়ী, মোহাম্মদপুর থানার ওসি আলী ইফতেখার হাসানকে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) বিভাগে সংযুক্ত করা হয়েছে। তার স্থলাভিষিক্ত হয়েছেন শাহ আলী থানার ওসি কাজী মো. রফিক আহমেদ।
এছাড়া, ডিএমপির পরিবহন শাখার পরিদর্শক মোহাম্মদ গোলাম আজমকে বদলি করে শাহ আলী থানায় দায়িত্ব দেওয়া হয়েছে।
উল্লেখ্য, ওসি ইফতেখার হাসান তার দায়িত্বকালীন সময়ে নানা বিতর্কের জন্ম দেন। তার বিরুদ্ধে সাধারণ মানুষ ও রাজনৈতিক মহলে অসন্তোষ তৈরি হয়েছিল বলে বিভিন্ন সূত্রে জানা যায়।
ডিএমপি বলছে, এই রদবদল নিয়মিত প্রশাসনিক প্রক্রিয়ার অংশ হিসেবে করা হয়েছে।