কুমিল্লার মুরাদনগর উপজেলার যাত্রাপুর ইউনিয়নের সিংহাড়িয়া গ্রামের কবরস্থানের পাশে অবৈধভাবে স্থাপিত একটি ড্রেজার ও প্রায় এক হাজার ফুট পাইপ অপসারণ করেছে স্থানীয় প্রশাসন। বুধবার (২৮ আগস্ট ২০২৫) সকালে এ অভিযান পরিচালনা করা হয়।
প্রশাসনের সূত্রে জানা যায়, কবরস্থানের পাশে দীর্ঘদিন ধরে ড্রেজার বসিয়ে বালু উত্তোলন করা হচ্ছিল। এর ফলে এলাকার পরিবেশের ভারসাম্য নষ্ট হচ্ছিল এবং কবরস্থানের পবিত্রতা মারাত্মকভাবে ক্ষুণ্ণ হচ্ছিল। পাশাপাশি গ্রামবাসীর চলাচলে প্রতিবন্ধকতা তৈরি হচ্ছিল এবং ভাঙন ও অন্যান্য ঝুঁকির আশঙ্কা দেখা দিয়েছিল।
অভিযান চলাকালে প্রশাসনের উপস্থিতিতে ড্রেজার মেশিনটি অপসারণ করা হয় এবং প্রায় এক হাজার ফুট পাইপ জব্দ করে তুলে নেওয়া হয়। এতে স্থানীয়দের মধ্যে স্বস্তি ফিরে আসে। গ্রামবাসী প্রশাসনের এই পদক্ষেপকে স্বাগত জানিয়ে জানান, দীর্ঘদিন ধরে তারা ড্রেজারের কারণে ভোগান্তিতে ছিলেন।
এ বিষয়ে সংশ্লিষ্ট কর্মকর্তারা বলেন, কবরস্থানের মতো সংবেদনশীল স্থানে ড্রেজার বসিয়ে বালু উত্তোলন কোনভাবেই গ্রহণযোগ্য নয়। জনস্বার্থ ও পরিবেশ রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
সম্পাদক: মোহাম্মদ সোলায়মান প্রকাশক: এনামুল হক জুনায়েদ
কিশোরগঞ্জ সদর, কিশোরগঞ্জ।
যোগাযোগ: ০১৯০৭-৮৩৬৮০৮, ইমেইল: newsnagar@gmail.com
নিউজ নগর