নূর-রাশেদ খানের ওপর হামলার প্রতিবাদে ক্ষোভ প্রকাশ
জাতীয় গণঅধিকার পরিষদের শীর্ষ নেতা বিপ্লবী নূর ও রাশেদ খানের নেতৃত্বে রাজধানীতে অনুষ্ঠিত শান্তিপূর্ণ মিছিলে জাতীয় পার্টি ও পুলিশের বাধা ও হামলার ঘটনায় কিশোরগঞ্জে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। এ ঘটনার প্রতিবাদে শুক্রবার রাতে কিশোরগঞ্জ শহরে এক বিক্ষোভ মশাল মিছিল বের করে জেলা শ্রমিক অধিকার পরিষদসহ গণঅধিকার পরিষদ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
মশাল মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এতে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ জেলা শ্রমিক অধিকার পরিষদের সভাপতি ও ঢাকা বিভাগীয় শ্রমিক অধিকার পরিষদের এক নং যুগ্ম আহ্বায়ক এম এ নুরুল হক সরকার, কিশোরগঞ্জ জেলা শ্রমিক অধিকার পরিষদের সাধারণ সম্পাদক ইমতিয়াজ হোসেন লস্কর, গণঅধিকার পরিষদের সিনিয়র সহ-সভাপতি উজ্জ্বল, সাধারণ সম্পাদক হযরত আলী, ছাত্র অধিকার পরিষদের সভাপতি ইমনসহ বহু নেতাকর্মী।
মিছিলে বক্তারা অভিযোগ করেন, সরকারের নির্দেশেই শান্তিপূর্ণ কর্মসূচিতে পুলিশ হামলা চালিয়েছে। তারা বলেন, গণতন্ত্র, ভোটাধিকার ও জনগণের ন্যায্য দাবি আদায়ের আন্দোলনে গণঅধিকার পরিষদকে দমিয়ে রাখা যাবে না। নেতৃবৃন্দ শপথ নেন— জনগণের অধিকার আদায় না হওয়া পর্যন্ত রাজপথে তাদের আন্দোলন চলবে।
এবং তার আইনের আওতায় না হওয়া পর্যন্ত আগামীতেই আবারও কিশোরগঞ্জে কর্মসূচি ঘোষণা দেন শ্রমিক অধিকার পরিষদের সভাপতি ~নুরুল হক সরকার।
সম্পাদক: মোহাম্মদ সোলায়মান প্রকাশক: এনামুল হক জুনায়েদ
কিশোরগঞ্জ সদর, কিশোরগঞ্জ।
যোগাযোগ: ০১৯০৭-৮৩৬৮০৮, ইমেইল: newsnagar@gmail.com
নিউজ নগর