লালমনিরহাট জেলার আদিতমারী উপজেলার স্থানীয় সোস দেওয়া তথ্যের ভিত্তিতে গাজা ব্যবসায়ী মোঃ জয়নাল হোসেনর(৩৫) এর বাড়িতে তল্লাশি অভিযান পরিচালনা করে নিম্নোক্ত মাদকদ্রব্য উদ্ধার করাসহ উক্ত মাদক বহনকারী মোছাঃ আখি আক্তার কে আটক করেন স্যার।
উদ্ধারকৃত মাদকদ্রব্যঃ
১৷ গাজা ২৩ কেজি ৫০০ গ্রাম
২৷ মোবাইল ১ টি
১৷ আসামির পরিচয়ঃ
নামঃ মোছাঃ আখি আক্তার (৩০)
পিতাঃ মৃত মোঃ আক্কাস আলী
গ্রামঃ গৌবর মন্ডল
থানাঃ ফুলবাড়ি
জেলাঃ কুড়িগ্রাম
২৷ নামঃ জয়নাল আবেদিন
পিতাঃ মৃত জেলহক হোসেন
গ্রামঃ তালুক হরিদাস
পোস্টঃ সার পুকুর
থানাঃ আদিতমারী
জেলাঃ লালমনিরহাট
পরবর্তীতে ২১৩০ ঘটিকায় আদিতমারী থানার পুলিশের কাছে আসামিকে হস্তান্তর করা হয় স্যার।