বুধবার , ৩ সেপ্টেম্বর ২০২৫ | ২৪শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. কৃষি ও প্রকৃতি
  6. ক্যাম্পাস
  7. ক্রিকেট
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. জাতীয়
  11. জেলার খবর
  12. ডাকসু নির্বাচন
  13. তথ্যপ্রযুক্তি
  14. দেশজুড়ে
  15. ধর্ম

পাকুন্দিয়ায় উপজেলা দুই ভাগে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী পালন

প্রতিবেদক
নিজস্ব প্রতিনিধি
সেপ্টেম্বর ৩, ২০২৫ ৪:৪৭ অপরাহ্ণ

কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে। তবে এবারে উপজেলা বিএনপি দুই ভাগে বিভক্ত হয়ে আলাদা স্থানে পৃথক কর্মসূচি পালন করে।

বুধবার (৩ সেপ্টেম্বর) দুপুরে পাকুন্দিয়া পাটমহলে অবস্থিত দলীয় কার্যালয়ের সামনে থেকে উপজেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট মো. জালাল উদ্দিনের নেতৃত্বে একটি র‍্যালি বের হয়। র‍্যালিটি পৌরসদর বাজারের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় একই স্থানে গিয়ে শেষ হয়। পরে সেখানে আলোচনা সভার আয়োজন করা হয়।

সভায় সভাপতিত্ব করেন পাকুন্দিয়া পৌর বিএনপির সভাপতি এস.এ.এম মিনহাজ উদ্দিন। প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক ও কিশোরগঞ্জ জজ কোর্টের পিপি অ্যাডভোকেট মো. জালাল উদ্দিন। পৌর বিএনপির সাধারণ সম্পাদক মো. শরীফুল ইসলাম সুজনের সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. তৌফিকুল ইসলাম, আতিকুর রহমান মাসুদ, মাহমুদুজ্জামান রিপন, আব্দুস ছাত্তার, বোরহান উদ্দিন সরকার, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক সিদ্দিক হোসেন রিপন প্রমুখ।

অপরদিকে দুপুর ১টার দিকে সদর ঈদগাহ মাঠ থেকে উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সাবেক ইউপি চেয়ারম্যান ও সাবেক ভিপি কামাল উদ্দিনের নেতৃত্বে অপর একটি র‍্যালি বের হয়। র‍্যালিটি পাকুন্দিয়া বাজার প্রদক্ষিণ শেষে পুনরায় ঈদগাহ মাঠে গিয়ে শেষ হয়। পরে সেখানে আলোচনা সভার আয়োজন করা হয়।

সভায় সভাপতিত্ব করেন উপজেলা যুবদলের প্রতিষ্ঠাকালীন সাধারণ সম্পাদক মো. ফজলুল হক। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক কামাল উদ্দিন। এ সময় জেলা বিএনপির সহ আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট আসাদ রেজা, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও পৌরসভার সাবেক প্যানেল মেয়র আ. কদ্দুছ মোমেন, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ইঞ্জিনিয়ার আমিনুল হক জর্জ, পৌরসভার ৫নং ওয়ার্ড বিএনপির সভাপতি হাজী জসিম, উপজেলা শ্রমিকদলের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।

সর্বশেষ - অন্যান্য

আপনার জন্য নির্বাচিত

খুলনা মহানগরীতে অবৈধ জুয়া ও র‌্যাফেল ড্র এর বিরুদ্ধে কে এম পি পুলিশের অভিযান।

আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস উপলক্ষে কিশোরগঞ্জে তরুণ শিক্ষার্থীদের ভীর।

নালিতা বাড়িতে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে দুই ব্যক্তির কারাদণ্ড।

নালিতাবাড়ীতে বন্ধুর ডাকে বাড়িতে গিয়ে প্রাণ হারালেন তুলা মিয়া।

নালিতাবাড়ীতে ২৫ হাজার গাছের চারা বিতরণ ও ৩২টি সিসি ক্যামেরার উদ্বোধন করলেন জেলা প্রশাসক

কিশোরগঞ্জে জামায়াতে ইসলামী’র উদ্যোগে সিরাত কনফারেন্স অনুষ্ঠিত

নালিতাবাড়ীতে ফিলিস্তিনিদের সহায়তায় ‘ইয়ুথ পাওয়ার’-এর ২৫ হাজার টাকার হস্তান্তর মাস্তুল ফাউন্ডেশনে।

📢 হারানো বিজ্ঞপ্তি

শেরপুরে নালিতা বাড়িতে উচ্চ ফলনশীল সরিষা চাষে কৃষকের মুখে হাসি।

জাতীয় নাগরিক পার্টির শেরপুর জেলা শাখার সমন্বয় কমিটি গঠিত