বর্তমানে ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তাতে শিক্ষার্থী, শ্রমিক ও মানবাধিকার সংগঠনগুলো জাতীয় সংসদ ভবনের সামনে ফের বিক্ষোভের ডাক দিয়েছে। প্রধান দাবিগুলো হলো পুলিশ কর্তৃক সহিংসতার তদন্ত, নিরাপত্তা বাহিনীর অযথা হস্তক্ষেপ বন্ধ, শিক্ষার্থীদের মুক্তি এবং সংসদ সদস্যদের ভিশণ সহব্যয় (housing allowances) বাতিল করা।
এই বিক্ষোভ আগের হত্যাকাণ্ড ও নির্যাতনের বিষয়ে জনসম্মানের প্রতিফলন। গত সপ্তাহে এক প্রাইভেট মোটরসাইকেল চালক পুলিশের বর্মবাহিত গাড়ির চাপায় নিহত হন, যা দেশব্যাপী ক্ষোভের ঝড় তুলেছিল। এই ঘটনায় অন্তত ১০ জন প্রাণ হারিয়েছেন এবং হাজারের বেশি মানুষ আহত হয়েছে।
গত কয়েক দিনে সরকারের কঠোর পদক্ষেপে ৩০০০ এরও বেশি বিক্ষোভকারীকে গ্রেফতার করা হয়েছে — যা মানবাধিকার সংস্থা কর্তৃক উদ্বেগের কারণ হিসেবে চিহ্নিত হয়েছে।
সংসদের প্রকৃত বাস্তবতা—অর্থনৈতিক দুর্দশা, দুর্নীতি, এবং আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষপাত—জনগণের মধ্যে ক্ষোভ বাড়িয়ে তুলেছে। শিক্ষার্থীরা এসব ইস্যুকে সামনে রেখে আন্দোলন চালিয়ে যাচ্ছে।

একই সঙ্গে সংবাদে আরও জানানো হয়েছে যে, সংসদ ভবনে নিয়ে বিক্ষোভরত জনগণের মূল দাবি শুধুই আলোকপাত নয়, বরং তা রাজনৈতিক ও সাংগঠনিক সংস্কারের বিষয়েও বিস্তৃত—যেমন বিচারহীনতা, অযথা ক্ষমতা প্রয়োগ বন্ধ ও রাষ্ট্রীয় পুনর্গঠন।