শেরপুরের নালিতাবাড়ীতে সমাজসেবা অধিদফতরের ভিক্ষুক পুনর্বাসন ও বিকল্প কর্মসংস্থান কর্মসূচির আওতায় ভিক্ষুক সাজেদা বেগমকে স্বাবলম্বী করার লক্ষ্যে চারটি ছাগল প্রদান করেন সমাজসেবা অধিদফতর । এ সহায়তা পেয়ে নতুন করে স্বপ্ন দেখছেন ভোগাইরপাড় আশ্রয় কেন্দ্রের বাসিন্দা সাজেদা।
বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) সকালে উপজেলা সমাজসেবা অফিস প্রাঙ্গণে সমাজসেবা কর্মকর্তা মো. শফিকুল ইসলাম সাজেদার হাতে ছাগলগুলো তুলে দেন। এসময় উপস্থিত ছিলেন পৌর জামায়াতের সেক্রেটারি মো. আবদুল মোমেন, সমাজসেবা অফিসের কর্মকর্তা-কর্মচারীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
ছাগল হাতে পেয়ে সাজেদা বেগম বলেন, আমি এতদিন ভিক্ষা করেই চলেছি। এখন আর ভিক্ষা নয়, ছাগলগুলো লালন-পালন করে সংসার চালাতে পারবো।
উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. শফিকুল ইসলাম জানান, ভিক্ষুকদের সমাজের বোঝা নয়, সম্পদে পরিণত করতেই নিয়মিতভাবে এ ধরনের সহায়তা দেওয়া হচ্ছে।
এদিকে, সাজেদা বেগমকে চিহ্নিত করা ও তার তথ্য সমাজসেবা অফিসে পৌঁছে দেওয়ার ক্ষেত্রে বিশেষ ভূমিকা রাখেন দৈনিক আলোকিত দর্পণ ও চ্যানেল এ ওয়ান-এর নালিতাবাড়ী উপজেলা প্রতিনিধি জায়েদ মাহমুদ রিজন।
তানিম আহমেদ, নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি