কিশোরগঞ্জ প্রতিনিধি: মোস্তাফিজুর রহমান
সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালের চরম অব্যবস্থাপনা, দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ ৭ দফা দাবি ঘোষণা করেছে। সংগঠনটি জানিয়েছে, দাবিগুলো বাস্তবায়ন না হওয়া পর্যন্ত তাদের আন্দোলন কর্মসূচি চলবে।
আজ এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে ছাত্র সংগঠনটি নিম্নোক্ত সাত দফা দাবি উত্থাপন করে:
১. সেনাবাহিনীর তত্ত্বাবধানে হাসপাতাল পরিচালনা করতে হবে।
২. দক্ষ ডাক্তার ও নার্স দ্বারা চিকিৎসা সেবা নিশ্চিত করতে হবে এবং হাসপাতালের সকল পরীক্ষার যন্ত্রপাতি চালু করতে হবে। সেই সাথে সকল ঔষধ কোম্পানির প্রতিনিধি ও দালালদের নির্মূল করতে হবে।
৩. আউটসোর্সিং নিয়োগ প্রক্রিয়ার তালিকা প্রকাশ করতে হবে এবং ফ্যাসিস্ট আমলে দুর্নীতির সঙ্গে জড়িতদের প্রত্যাহার করতে হবে।
৪. নারী কেলেঙ্কারিতে জড়িত ডা. হেলিশ রঞ্জনকে অনতিবিলম্বে অপসারণ ও ধর্ষণ মামলায় গ্রেফতার করতে হবে।
৫. হাসপাতালের পরিষ্কার-পরিচ্ছন্নতা নিশ্চিত করতে হবে।
৬. খাবারের সুষম মান নিশ্চিত করতে হবে এবং প্রতিদিনের খাদ্য তালিকা ওয়েবসাইটে প্রকাশ করতে হবে।
৭. ছাত্র-জনতা ও প্রশাসনের সমন্বয়ে একটি মনিটরিং কমিটি গঠন করতে হবে, যা প্রতি মাসে সার্বিক রিপোর্ট প্রকাশ করবে।
ছাত্র সংসদের নেতারা বলেন, “এই দায়িত্ব শুধু আমাদের নয়, এটি সবার। দল-মত নির্বিশেষে সবাইকে এগিয়ে আসতে হবে। আওয়াজ তুলুন, জনগণের পক্ষে দাঁড়ান।”
সংবাদের শেষে তারা বলেন, “ইনকিলাব জিন্দাবাদ!”