বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আগামী কয়েক সপ্তাহের মধ্যেই দেশে ফিরবেন বলে জানিয়েছেন দলের স্থায়ী কমিটির সদস্য ডা. এজেডএম জাহিদ হোসেন।
শনিবার রাজধানীতে পূর্বালী ব্যাংক কর্মচারী সংঘের জাতীয় সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ তথ্য জানান।
বক্তব্যে তিনি বলেন, “দেশের জনগণের অধিকার রক্ষায় বিএনপি আন্দোলনে আছে এবং থাকবে। নির্বাচন বানচালের ষড়যন্ত্রকে প্রতিরোধ করতে হবে। পতিত স্বৈরাচার পেছন দরজা দিয়ে ক্ষমতায় যাওয়ার চেষ্টা করছে, যা দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের জন্য হুমকি।”
তিনি সবাইকে রাজনৈতিক সচেতন থাকার আহ্বান জানিয়ে বলেন, “চলমান নানা ষড়যন্ত্র সম্পর্কে সতর্ক থাকতে হবে। চোখ-কান খোলা রাখতে হবে।”
পিআর পদ্ধতি প্রসঙ্গে তিনি বলেন, “এটি একটি বেআইনি দাবি। সংবিধান কোনো আবেগের বিষয় নয় যে, ইচ্ছে মতো ডাস্টবিনে ফেলে দেয়া যাবে। জনগণের চাওয়া বুঝে তবেই সিদ্ধান্ত নিতে হবে।”
সম্পাদক: মোহাম্মদ সোলায়মান প্রকাশক: এনামুল হক জুনায়েদ
কিশোরগঞ্জ সদর, কিশোরগঞ্জ।
যোগাযোগ: ০১৯০৭-৮৩৬৮০৮, ইমেইল: newsnagar@gmail.com
নিউজ নগর