তানিম আহমেদ, নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি
শেরপুরের নালিতাবাড়ীতে ইসলামী আন্দোলন বাংলাদেশ আয়োজিত গণসমাবেশের পূর্বে স্থানীয় সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় নারী সাংবাদিককে উপেক্ষা করার ঘটনা ঘটেছে। এতে ক্ষুব্ধ হয়ে উপজেলা প্রেসক্লাব নেতৃবৃন্দসহ উপস্থিত সাংবাদিকরা সভাস্থল ত্যাগ ও কর্মসূচি বর্জন করেন।
শনিবার (৬ সেপ্টেম্বর) বিকেলে শেরপুর-২ (নকলা-নালিতাবাড়ী) আসনের ইসলামী আন্দোলন বাংলাদেশের মনোনীত প্রার্থী আলহাজ্ব আব্দুল্লাহ আল কায়েসের কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় দৈনিক কালের কণ্ঠের নালিতাবাড়ী প্রতিনিধি ক্লোডিয়া নকরেক কেয়া উপস্থিত হলে, ইসলামী আন্দোলন বাংলাদেশ নালিতাবাড়ী শাখার সভাপতি আলহাজ্ব মাওলানা আবুবকর এবং প্রার্থী আব্দুল্লাহ আল কায়েস জানান—দলটির কেন্দ্রীয় সভাপতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম চরমোনাই পীর নারী সাংবাদিকের উপস্থিতিতে মতবিনিময়ে আপত্তি জানিয়েছেন। এ কারণে নারী সাংবাদিককে আলাদা কক্ষে বসার অনুরোধ করা হয়।
এসময় উপজেলা প্রেসক্লাব সভাপতি সাইফুল ইসলাম প্রশ্ন তোলেন—“নারী-পুরুষ একসাথে হজ পালন করতে পারে, রাজধানীতে রাজনৈতিক দলের সভা-সমাবেশে নারী সাংবাদিকদের উপেক্ষা করা হয় না, তবে এখানে কেন ভিন্ন আচরণ?” তিনি আরও বলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ নারী বর্জিত দল হিসেবে কোনো ঘোষণা দেয়নি।
ঘটনার প্রতিবাদে উপজেলা প্রেসক্লাব সভাপতি সাইফুল ইসলাম, উপদেষ্টা লাল মো. শাহজাহান কিবরিয়াসহ উপস্থিত সাংবাদিকরা সভাস্থল ত্যাগ করেন এবং গণসমাবেশ বর্জনের ঘোষণা দেন।
উল্লেখ্য, একই দিন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম চরমোনাই পীর নালিতাবাড়ীতে জুলাই সনদের আইনি ভিত্তি প্রদান, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ এবং পিআর (PR) পদ্ধতিতে জাতীয় নির্বাচন বাস্তবায়নের দাবিতে আয়োজিত গণসমাবেশে যোগদানের আগে এই তিক্ত ঘটনাটি ঘটে।