কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি
ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
কিশোরগঞ্জের ভৈরব উপজেলার চন্ডিবের দক্ষিণপাড়া গ্রামের বাসিন্দা মোঃ জসিম উদ্দিন ওরফে জসু মিয়া (৬৫) আর নেই। শনিবার (৬ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টার দিকে তিনি নিজ বাড়িতে ঈদে মিলাদুন্নবী পবিত্র একটা দিনে ইন্তেকাল করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৬ ছেলে,৫ মেয়ে, নাতি-নাতনিসহ অসংখ্য আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।
মরহুম জসু মিয়া ছিলেন একজন সৎ ব্যবসায়ী, এলাকার একজন সজ্জন, পরোপকারী ও সমাজসেবক ব্যক্তি হিসেবে পরিচিত। দীর্ঘদিন ধরে তিনি গ্রাম-সমাজে নানা সামাজিক কর্মকাণ্ডে সক্রিয় ছিলেন। তার মৃত্যুতে পরিবার ও এলাকাবাসী গভীরভাবে শোকাহত হয়ে পড়েছেন।
রবিবার সকাল ১০টায় চন্ডিবে দক্ষিণপাড়া ঈদগাহ মাঠে মরহুমের জানাজার নামাজ অনুষ্ঠিত হবে। পরে স্থানীয় কবরস্থানে তাকে দাফন করা হবে।
এদিকে তার মৃত্যুতে এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। জানাজায় অংশ নিতে বিপুল সংখ্যক মানুষ উপস্থিত হওয়ার কথা রয়েছে। পরিবারবর্গ, আত্মীয়-স্বজন ও শুভানুধ্যায়ীরা মরহুমের আত্মার মাগফিরাত কামনা করে সকলের কাছে দোয়া প্রার্থনা করেছেন।
সম্পাদক: মোহাম্মদ সোলায়মান প্রকাশক: এনামুল হক জুনায়েদ
কিশোরগঞ্জ সদর, কিশোরগঞ্জ।
যোগাযোগ: ০১৯০৭-৮৩৬৮০৮, ইমেইল: newsnagar@gmail.com
নিউজ নগর