ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনে বিজয়ী প্রার্থীদের শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
বুধবার (১০ সেপ্টেম্বর) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এই অভিনন্দন ও ধন্যবাদ জ্ঞাপন করেন।
বিবৃতিতে জামায়াত আমির বলেন, “৯ সেপ্টেম্বর দেশের শ্রেষ্ঠ বিদ্যাপীঠ ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচন শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। উৎসবমুখর পরিবেশে শিক্ষার্থীরা ভোটাধিকার প্রয়োগ করে, যা গণতন্ত্রের জন্য একটি আশাব্যঞ্জক দৃষ্টান্ত।”
তিনি আরও বলেন, “এই নির্বাচনে যারা বিজয়ী হয়েছেন, আমি তাদের আন্তরিকভাবে শুভেচ্ছা জানাই। আশা করি, তারা দল-মত নির্বিশেষে সাধারণ ছাত্রদের কল্যাণে কাজ করবেন এবং দায়িত্ব পালনে নিষ্ঠাবান হবেন।”
নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন হওয়ায় তিনি নির্বাচন সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান। ডা. শফিকুর রহমান বলেন, “সুন্দর ও সুষ্ঠু নির্বাচন উপহার দেওয়ায় আমি অন্তর্বর্তীকালীন সরকার, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ, আইনশৃঙ্খলা বাহিনী, সাংবাদিক সমাজ ও সংশ্লিষ্ট সবাইকে আন্তরিক কৃতজ্ঞতা জানাই।”
এছাড়াও, নির্বাচনের দায়িত্ব পালনকালে মৃত্যুবরণকারী সাংবাদিক তরিকুল ইসলাম শিবলীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন তিনি। ডা. শফিক বলেন, “আমি মরহুমের আত্মার মাগফিরাত কামনা করছি এবং তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানাচ্ছি।”