ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচন–২০২৫ এ শিক্ষার্থী ঐক্যজোটের বিজয় উপলক্ষে দুই দিনব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির।
মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) এক প্রেস বিজ্ঞপ্তিতে সংগঠনের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম এ কর্মসূচির ঘোষণা দেন।
বিজ্ঞপ্তিতে বলা হয়, আল্লাহর অশেষ রহমতে ডাকসু নির্বাচনে ছাত্রশিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের বিজয়ের মাধ্যমে মূলত ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরাই জয়ী হয়েছেন। যারা বিভিন্ন প্যানেল থেকে বা স্বতন্ত্রভাবে নির্বাচিত হয়েছেন, তাদের সবাইকে ছাত্রশিবিরের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়।
এতে আরও উল্লেখ করা হয়, নির্বাচিত প্রতিনিধিদের প্রতি মহান আল্লাহর পক্ষ থেকে অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালনের তাওফিক কামনা করা হচ্ছে। যেন তারা আমানতের খেয়ানত না করে, বরং ছাত্রসমাজের কল্যাণে আন্তরিকতার সঙ্গে কাজ করেন।
ঘোষিত কর্মসূচির মধ্যে রয়েছে—
এ সকল কর্মসূচি বাস্তবায়নের জন্য কেন্দ্রীয়ভাবে ছাত্রশিবিরের মহানগর, বিশ্ববিদ্যালয়, শহর ও জেলা শাখাসমূহকে নির্দেশনা দেওয়া হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বিজয়ের অনুভূতি থাকলেও, ছাত্রশিবিরের পক্ষ থেকে কোনও ধরনের আনন্দ মিছিল, শোভাযাত্রা বা র্যালি আয়োজন না করার আহ্বান জানানো হয়েছে।
সম্পাদক: মোহাম্মদ সোলায়মান প্রকাশক: এনামুল হক জুনায়েদ
কিশোরগঞ্জ সদর, কিশোরগঞ্জ।
যোগাযোগ: ০১৯০৭-৮৩৬৮০৮, ইমেইল: newsnagar@gmail.com
নিউজ নগর