মুরাদনগর প্রতিনিধি:অনিক চৌধুরী
কুমিল্লার মুরাদনগর উপজেলার বাংগরা বাজার থানার অন্তর্গত ৫ নং পুর্বধুর পশ্চিম ইউনিয়নের হাটাশ গ্রামের দক্ষিণপাড়ায় প্রবাসী এক পরিবারের উপর হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। এ ঘটনায় এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে।
স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল দুপুরে ওই গ্রামের বাসিন্দা মোহাম্মদ আলির দুই ছেলে আতিকুর রহমান ও সৈকত হঠাৎ করেই প্রবাসী পরিবারের বাড়িতে হামলা চালায়। তারা পরিবারের বসতঘরে ঢুকে ব্যাপক ভাঙচুর চালায় এবং ঘরের মালামাল নষ্ট করে ফেলে। হামলার সময় পরিবারের এক বয়স্ক মহিলার উপর শারীরিক নির্যাতন চালানো হয়। এ ছাড়া ভুক্তভোগী পরিবারকে প্রাণনাশের হুমকিও দেওয়া হয় বলে অভিযোগ রয়েছে।
এ ঘটনায় ভুক্তভোগী পরিবার আতঙ্কগ্রস্ত হয়ে পড়েছে। তারা স্থানীয় জনপ্রতিনিধি ও প্রশাসনের কাছে সুষ্ঠু বিচার ও নিরাপত্তা দাবি করেছেন।
অভিযুক্তদের শাস্তি নিশ্চিতকরণ ও এলাকায় শান্তি ফিরিয়ে আনতে দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সচেতন মহল প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছেন।
সম্পাদক: মোহাম্মদ সোলায়মান প্রকাশক: এনামুল হক জুনায়েদ
কিশোরগঞ্জ সদর, কিশোরগঞ্জ।
যোগাযোগ: ০১৯০৭-৮৩৬৮০৮, ইমেইল: newsnagar@gmail.com
নিউজ নগর