রবিবার , ১৪ সেপ্টেম্বর ২০২৫ | ২৪শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অন্যান্য
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. কৃষি ও প্রকৃতি
  6. ক্যাম্পাস
  7. ক্রিকেট
  8. খেলাধুলা
  9. গণমাধ্যম
  10. জাতীয়
  11. জেলার খবর
  12. ডাকসু নির্বাচন
  13. তথ্যপ্রযুক্তি
  14. দেশজুড়ে
  15. ধর্ম

নালিতাবাড়ীতে ধর্ষণের মামলা ধামাচাপা দিতে ধর্ষিতার বিরুদ্ধে চারটি চুরির মামলা

প্রতিবেদক
নিজস্ব প্রতিনিধি
সেপ্টেম্বর ১৪, ২০২৫ ৪:১১ পূর্বাহ্ণ

তানিম আহমেদ, নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি

শেরপুরের নালিতাবাড়ীতে ধর্ষণের মামলা ধামাচাপা দিতে ধর্ষিতার বিরুদ্ধে একযোগে চারটি চুরির মামলা দায়েরের অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে নালিতাবাড়ী উপজেলার নন্নী ইউনিয়নের কয়রাকুড়ি গ্রামে।

মামলা সূত্রে জানা যায়,কয়রাকুড়ি গ্রামের মৃত ওয়াজেদ মাস্টারের ছেলে মো.আরিফ হোসেন (৩৫) দীর্ঘদিন ধরে প্রতিবেশী দুই সন্তানের জননী লাকী আক্তারের বাড়িতে যাতায়াত করতেন। অভিযোগ অনুযায়ী, আরিফ বিভিন্ন অজুহাতে ওই নারীর সাথে সম্পর্ক গড়ে তোলেন এবং তার ইচ্ছার বিরুদ্ধে শারীরিক সম্পর্ক স্থাপন করেন।

ভুক্তভোগী লাকী আক্তার জানান, প্রায় এক মাস আগে তার সাথে জোর করে শারীরিক সম্পর্ক স্থাপনের জন্য চাপ সৃষ্টি করে আরিফ। রাজি না হওয়ায় মানসম্মান নষ্ট করার হুমকি দিয়ে তার কাছ থেকে দুই ধাপে এক লাখ টাকা আদায় করেন। এরপর চলতি বছরের ২১ আগস্ট রাত সাড়ে বারোটার দিকে আরিফ লাকীর ঘরে প্রবেশ করে জোরপূর্বক ধর্ষণ করে। এ সময় লাকীর স্বামী টের পেয়ে হাতেনাতে ধরলেও আরিফ পালিয়ে যায় এবং তার পায়ের স্যান্ডেল ফেলে রেখে চলে যায়।

এ ঘটনায় পরদিন ভুক্তভোগী নালিতাবাড়ী থানায় অভিযোগ দায়ের করেন। তবে ১২ দিন পেরিয়ে গেলেও তদন্ত কর্মকর্তা এসআই বিল্লাল হোসেন কোনো ব্যবস্থা নেননি। ফলে ভুক্তভোগী ৭ সেপ্টেম্বর শেরপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে মামলা (মোকদ্দমা নম্বর-২৩৫/২৫) দায়ের করতে বাধ্য হন।

আদালত মামলাটি আমলে নিয়ে পিবিআই জামালপুরকে তদন্তের নির্দেশ দেন। এদিকে নিজেকে নির্দোষ প্রমাণ করতে আরিফ তার স্ত্রী উম্মে হানী,আত্মীয় সুমি বেগম, জোস্না আক্তার ও নাছিমা বেগমকে পৃথক বাদী বানিয়ে লাকীর বিরুদ্ধে নালিতাবাড়ী থানায় চারটি চুরির মামলা দায়ের করেন।

এ বিষয়ে আরিফ জানান,আমার বিরুদ্ধে দায়ের করা ধর্ষণের মামলা প্রত্যাহার করলে আমিও চুরির মামলা প্রত্যাহার করে নেবো।
অন্যদিকে ভুক্তভোগী লাকী আক্তার অভিযোগ করে বলেন, ধর্ষণের মামলা ভিন্ন খাতে প্রবাহিত করতে আমার বিরুদ্ধে সাজানো চুরির মামলা দেয়া হয়েছে। আরিফ ও তার পরিবার আমাকে মামলা তুলে নিতে নিয়মিত হুমকি দিচ্ছে। আমি আদালতের কাছে ন্যায়বিচার চাই।

সর্বশেষ - অন্যান্য

আপনার জন্য নির্বাচিত

নারায়ণগঞ্জে জামায়াত এমপি প্রার্থীর ওপর বিএনপি নেতাদের সন্ত্রাসী হামলা: আহত ৫

নালিতাবাড়ীতে জনতার দলের আলোচনা সভা: ইনসাফ ও ন্যায় প্রতিষ্ঠায় যুব সমাজের প্রতি আহ্বান

গৌরীপুরে বুদ্ধিপ্রতিবন্ধী নারীকে ধর্ষণের পর হত্যা: নৃশংসতার প্রতিবাদে জেগে উঠুক মানবতা!

ইউপি মহিলা সদস্যের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ।

শেরপুরের ঝিনাইগাতীর গজনী বিটে বালু পাচার : ইউএনওর কঠোর অবস্থান

বিদ্যানন্দে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারকে জামায়াতের সহায়তা।

চট্টগ্রাম থেকে ছেড়ে আসা সিলেট অভিমুখী উদয়ন এক্সপ্রেস মোগলা বাজার রেল স্টেশনে মারাত্মকভাবে লাইনচ্যুত হয়েছে

শেরপুর জেলায় অবৈধ বালু উত্তোলন রোধ ও পরিবেশ সুরক্ষা, জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রমে প্রথম স্থান অর্জন করেন নালিতাবাড়ী উপজেলা।

নাগেশ্বরীর দুধকুমার নদীতে স্রোতে ভেসে নিখোঁজ এক ব্যক্তি, উদ্ধার তৎপরতা চলমান

কিশোরগন্জে তরুণ আলেমদের কনফারেন্স গর্জন দিলেন মুহিব খান।