আকাশ খান (কুড়িগ্রাম প্রতিনিধি )
বাংলাদেশের প্রাচীন লোকজ সংস্কৃতির এক অমূল্য নিদর্শন নৌকাবাইচ। এই ঐতিহ্যকে বুকে লালন করে কুড়িগ্রাম জেলার রৌমারী উপজেলার ফেরিঘাটে অনুষ্ঠিত হলো বর্ণাঢ্য নৌকাবাইচ প্রতিযোগিতা।
দূর-দূরান্ত থেকে খ্যাতনামা বাইচের নৌকা ও দল অংশগ্রহণ করে প্রতিযোগিতায়। রংবেরঙের পোশাকে সুসজ্জিত মাঝিরা ছন্দে ছন্দে বৈঠা চালিয়ে, গলা উঁচিয়ে গেয়ে উঠে ভাটিয়ালি গান সেই সঙ্গে তালে তালে নাচের আবহ—সব মিলিয়ে নদীতে সৃষ্টি হয় এক অপূর্ব দৃশ্য।
শত শত দর্শক নদীর দুই পাড়ে ও উঁচু স্থানে ভিড় জমিয়ে উপভোগ করে এই চিরায়ত আনন্দের খেলা। চারপাশে উৎসবমুখর পরিবেশে নৌকাবাইচ পরিণত হয় এক বিশাল জনসমুদ্রে।
এই আয়োজন শুধু বিনোদনই নয়, গ্রামীণ ঐতিহ্য ও ঐক্যের প্রতীক, যা নতুন প্রজন্মকে আমাদের সংস্কৃতির শেকড়ের সঙ্গে পরিচিত করিয়ে দেয়।
সম্পাদক: মোহাম্মদ সোলায়মান প্রকাশক: এনামুল হক জুনায়েদ
কিশোরগঞ্জ সদর, কিশোরগঞ্জ।
যোগাযোগ: ০১৯০৭-৮৩৬৮০৮, ইমেইল: newsnagar@gmail.com
নিউজ নগর