ঢাকা, ১৫ সেপ্টেম্বর:
বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেছেন, দেশে নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনে প্রয়োজন পিআর (প্রতিনিধিত্বমূলক) পদ্ধতির বাস্তবায়ন। তিনি বলেন, বর্তমান প্রেক্ষাপটে প্রস্তাবিত 'আপার হাউজ' ও 'লোয়ার হাউজ'— দুই ক্ষেত্রেই এই পদ্ধতির প্রয়োজন রয়েছে।
তিনি আরও জানান, পিআর পদ্ধতি, জুলাই সনদ, এবং ১৯৭১ সালের গণহত্যার বিচারের দাবিতে একটি জাতীয় ঐক্য গড়ে তোলা হচ্ছে। দেশের ইসলামী ও দেশপ্রেমিক রাজনৈতিক দলগুলোর সঙ্গে মিলে এই দাবিসমূহ আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে বলেও তিনি হুঁশিয়ারি দেন।
ঢাকা-৪ আসনের জুরাইন রেলগেট এলাকায় ইসলামী আন্দোলনের এক গণসমাবেশে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
গোলাম পরওয়ার দেশবাসীকে উদ্দেশ করে বলেন, “আন্দোলনের প্রস্তুতি গ্রহণ করুন। আমাদের দাবি নিয়ে যারা ঐক্যবদ্ধ, তারা আগামী ফেব্রুয়ারিতেই জাতীয় নির্বাচন চায়। এজন্য একটি আইনি ভিত্তিসম্পন্ন জুলাই সনদ জরুরি।”
তিনি অভিযোগ করেন, “যারা এখনই দোকানপাট, বাজারঘাট দখল করে রেখেছে, তারাই জুলাই সনদের বাস্তবায়নে বাধা দিচ্ছে। এরা ক্ষমতায় যাওয়ার পথ হিসেবে আইন ও নির্বাচন ব্যবস্থাকে বারবার ব্যবহার করছে।”
অন্তর্বর্তী সরকারের উদ্দেশে তিনি বলেন, “জুলাই ঘোষণাপত্র সংশোধন করে একটি কার্যকর ও গ্রহণযোগ্য জুলাই সনদ প্রস্তুত করুন এবং তা আইনিভাবে কার্যকর করে ফেব্রুয়ারিতে নির্বাচন দিন।”
গণসমাবেশে প্রধান অতিথি ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতী সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম (পীর সাহেব চরমোনাই)। সভাপতিত্ব করেন দলের প্রেসিডিয়াম সদস্য ও ঢাকা-৪ আসনের প্রার্থী প্রিন্সিপাল মাওলানা সৈয়দ মোসাদ্দেক বিল্লাহ আল মাদানী।
সভায় জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য অধ্যক্ষ মাওলানা খলিলুর রহমান মাদানীও বক্তব্য রাখেন।
সম্পাদক: মোহাম্মদ সোলায়মান প্রকাশক: এনামুল হক জুনায়েদ
কিশোরগঞ্জ সদর, কিশোরগঞ্জ।
যোগাযোগ: ০১৯০৭-৮৩৬৮০৮, ইমেইল: newsnagar@gmail.com
নিউজ নগর