তানিম আহমেদ নালিতাবাড়ী শেরপুর প্রতিনিধি
শেরপুরের ঝিনাইগাতীতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি পোস্টকে কেন্দ্র করে সংঘটিত হামলার পর ষড়যন্ত্রমূলকভাবে দায়ের করা মামলায় হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী পরিবার।
শুক্রবার (১৯ সেপ্টেম্বর) সকাল ১০টায় উপজেলার কাংশা ইউনিয়নের নওকুচি বিজিবি ক্যাম্প সংলগ্ন বাজারে ভুক্তভোগী শাহা আলমের উদ্যোগে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। পরিবারের পক্ষ থেকে লিখিত বক্তব্য পাঠ করেন আবু হানিফ।
তিনি বলেন, নওকুচি গ্রামের নাজমুল হক (২০) গত ২৯ আগস্ট তার ফেসবুক আইডিতে একটি ব্যক্তিগত অনুভূতির পোস্ট দেন। ওই পোস্টে মন্তব্য করতে গিয়ে একই গ্রামের রিপন নামে এক যুবক অপমানজনক কমেন্ট করে। বিষয়টি নিয়ে নাজমুল প্রতিবাদ জানালে রিপন উত্তেজিত হয়ে তাকে অকথ্য ভাষায় গালাগাল ও লাঠি দিয়ে মারধর করে। এ সময় নাজমুলের মা নহিলা খাতুন ও বাবা শাহা আলম এগিয়ে এলে তারাও রিপনের হামলার শিকার হন।
ভুক্তভোগী পরিবারের অভিযোগ, প্রকৃত ঘটনা আড়াল করে রিপনের পিতা সহিজ উদ্দিন বাদী হয়ে পাঁচজনকে আসামি করে থানায় একটি অভিযোগ দায়ের করেন। অথচ ঘটনাস্থল ও মামলার বর্ণনার মধ্যে কোনো মিল নেই। মামলায় অভিযুক্তদের মধ্যে আব্দুর রশিদ ঘটনার দিন ময়মনসিংহের ভালুকায় বিয়ের অনুষ্ঠানে ছিলেন এবং মুদি দোকানি সেলিম মিয়া আহতদের উদ্ধার করতে গিয়ে উল্টো আসামি হন।
সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, ঘটনার পর পুলিশ শনিবার রাতে ২ নম্বর আসামি শাহা আলমকে গ্রেফতার করে পরদিন আদালতে প্রেরণ করে। ভুক্তভোগীরা এ ঘটনায় সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত দাবি করেন।
এ বিষয়ে ঝিনাইগাতী থানার অফিসার ইনচার্জ (ওসি) আল-আমীন বলেন, যদি কেউ নির্দোষ প্রমাণিত হয় তবে তাকে অব্যাহতি দিয়ে আদালতে চার্জশিট দাখিল করা হবে।
সম্পাদক: মোহাম্মদ সোলায়মান প্রকাশক: এনামুল হক জুনায়েদ
কিশোরগঞ্জ সদর, কিশোরগঞ্জ।
যোগাযোগ: ০১৯০৭-৮৩৬৮০৮, ইমেইল: newsnagar@gmail.com
নিউজ নগর