কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি
দীর্ঘ নয় বছর পর অনুষ্ঠিত কিশোরগঞ্জ জেলা বিএনপির ত্রিবার্ষিক সম্মেলনে সভাপতি পদে মো. শরীফুল আলম ও সাধারণ সম্পাদক পদে মাজহারুল ইসলাম পুনর্নির্বাচিত হয়েছেন।
শনিবার (২০ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টায় ভোট গণনা শুরু, রাত সাড়ে ১০টার দিকে ভোট গণনা শেষে জাতীয় নির্বাহী কমিটির যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেল আনুষ্ঠানিকভাবে এ ফলাফল ঘোষণা করেন।
সভাপতি পদে মো. শরীফুল আলম ১ হাজার ৫২২ ভোট পেয়ে জয়ী হন। তার প্রতিদ্বন্দ্বী রুহুল হোসাইন পান ১৯৭ ভোট। এ পদে ১২০ ভোট বাতিল হয়।
সাধারণ সম্পাদক পদে মাজহারুল ইসলাম ১ হাজার ১৫৯ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী খালেদ সাইফুল্লাহ সোহেল পান ৬১১ ভোট। অপর প্রার্থীদের মধ্যে সাজ্জাদুল হক ৭ ভোট ও শফিকুল আলম রাজন ৩০ ভোট পান। বাতিল হয় ৩৩ ভোট।
১৩টি উপজেলা ও ৮টি পৌর কমিটির মোট ২ হাজার ৯০ জন কাউন্সিলর এ নির্বাচনে ভোট দেন। শনিবার সন্ধ্যা সাড়ে ৬টা থেকে রাত ১০টা পর্যন্ত চলে ভোটগ্রহণ।
প্রধান নির্বাচন কমিশনার অ্যাডভোকেট মিজানুর রহমান ফলাফল নিশ্চিত করেন।
দলীয় সূত্রে জানা যায়, ২০১৬ সালের সম্মেলনে শরীফুল-মাজহারুল নেতৃত্ব পেলেও ফল ঘোষণা হতে সময় লেগেছিল প্রায় তিন সপ্তাহ। তবে এবার ব্যালটের মাধ্যমে সরাসরি ভোটেই জেলা বিএনপির নেতৃত্ব নির্ধারিত হলো।
সম্পাদক: মোহাম্মদ সোলায়মান প্রকাশক: এনামুল হক জুনায়েদ
কিশোরগঞ্জ সদর, কিশোরগঞ্জ।
যোগাযোগ: ০১৯০৭-৮৩৬৮০৮, ইমেইল: newsnagar@gmail.com
নিউজ নগর