নবীনগর উপজেলার লাউর ফতেহপুর উত্তর পাড়ায় এক চাঞ্চল্যকর ঘটনার সৃষ্টি হয়েছে। নিখোঁজের দুই দিন পর স্থানীয় একটি পুকুর থেকে ফারজানা আক্তার জুঁই (২২)-এর লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২০ সেপ্টেম্বর ২০২৫) দুপুর ১২টা ৩০ মিনিটের দিকে কচুরিপানার ভেতর থেকে লাশটি ভেসে ওঠে
ঘটনাস্থলে উপস্থিত হয়ে নবীনগর থানা পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে প্রেরণ করে। এ সময় পুরো এলাকায় নেমে আসে আতঙ্ক ও উৎকণ্ঠার ছায়া।
স্থানীয় সূত্রে জানা গেছে, গত দুই দিন ধরে ফারজানা আক্তার জুঁই নিখোঁজ ছিলেন। পরিবার তাকে না পেয়ে উদ্বিগ্ন হয়ে পড়েছিল। অবশেষে শনিবার দুপুরে পুকুরে লাশ ভেসে ওঠার পর বিষয়টি প্রকাশ্যে আসে।
এ ঘটনায় স্থানীয় জনমনে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়েছে। পুলিশ জানিয়েছে, ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত চলছে।
(কুমিল্লা ) প্রতিনিধি:অনিক চৌধুরী
সম্পাদক: মোহাম্মদ সোলায়মান প্রকাশক: এনামুল হক জুনায়েদ
কিশোরগঞ্জ সদর, কিশোরগঞ্জ।
যোগাযোগ: ০১৯০৭-৮৩৬৮০৮, ইমেইল: newsnagar@gmail.com
নিউজ নগর