গাজীপুরের টঙ্গীতে কেমিক্যাল গুদামে ভয়াবহ বিস্ফোরণের পর লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। সোমবার (২২ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে টঙ্গী বিসিক শিল্প নগরীর সাহারা মার্কেট এলাকায় অবস্থিত একটি পোশাক কারখানায় ব্যবহৃত কেমিক্যাল গুদামে এই বিস্ফোরণ ঘটে। পরে, ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
বিস্ফোরণের ফলে ফায়ার সার্ভিসের চার কর্মী ও কারখানার এক কর্মকর্তা দগ্ধ হন। তাদের মধ্যে ফায়ার সার্ভিসের অফিসার জান্নাতুল নাঈম (৪২%), ফায়ার ফাইটার মো. শামীম (১০০%), মো. নুরুল হুদা (১০০%) এবং মো. জয় হাসান (৫%) আহত হয়েছেন। তবে, আহত কারখানার কর্মকর্তার পরিচয় এখনও জানা যায়নি। আহতদের উদ্ধার করে ঢাকা জাতীয় বার্ন ইউনিটে নিয়ে যাওয়া হয়েছে।
ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মোহাম্মদ মামুন জানিয়েছেন, এখন উদ্ধার অভিযান চলছে এবং আশপাশের এলাকাগুলোর নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।
সম্পাদক: মোহাম্মদ সোলায়মান প্রকাশক: এনামুল হক জুনায়েদ
কিশোরগঞ্জ সদর, কিশোরগঞ্জ।
যোগাযোগ: ০১৯০৭-৮৩৬৮০৮, ইমেইল: newsnagar@gmail.com
নিউজ নগর