ময়মনসিংহ ভালুকা প্রতিনিধি: মোঃ জিসান সরকার |
ভালুকা উপজেলার তৌফিকা ফুডস অ্যান্ড লাভেলো আইসক্রিম কারখানায় শ্রমিকদের আন্দোলন ১৯ সেপ্টেম্বর থেকে শুরু হয়ে এখনো চলছে। নির্দিষ্ট সময়ে বেতন না দেওয়া, বছরের পর বছর বকেয়া বিল আটকে রাখা, মাতৃত্বকালীন ছুটি ও ভাতা না দেওয়া, এমন নানা অনিয়ম নিয়ে শ্রমিকরা ক্ষুব্ধ।
১৯ সেপ্টেম্বর বিকেলে শ্রমিকরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের মেহরাবাড়ি অংশে প্রায় তিন ঘণ্টা অবরোধ করে।
তাদের অভিযোগ,
আজ ২২ সেপ্টেম্বর আন্দোলনরত শ্রমিকদের পাশে দাঁড়াতে গিয়ে শ্রমিক ফেডারেশনের নারী নেত্রী মৌসুমী সরকার লাঞ্ছনার শিকার হন। অভিযোগ রয়েছে, কোম্পানির পক্ষের স্থানীয় এক প্রভাবশালী ব্যক্তি প্রকাশ্যে তার গায়ে হাত তোলেন।
এ বিষয়ে লাভেলো আইসক্রিম কোম্পানির অ্যাডমিন কর্মকর্তা আবু তাহের জানান, "শুধু আগস্ট মাসের বেতন বকেয়া আছে।" তবে শ্রমিকরা তার এই বক্তব্যকে মিথ্যা ও বিভ্রান্তিকর বলে দাবি করেন।
বিষয়টি নিয়ে প্রশাসনের পক্ষ থেকে এখনো কোনো কার্যকর হস্তক্ষেপ বা তদন্তের উদ্যোগ দেখা যায়নি। আন্দোলনরত শ্রমিকরা তাদের ন্যায্য দাবির সুরাহা না হওয়া পর্যন্ত কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন।
সম্পাদক: মোহাম্মদ সোলায়মান প্রকাশক: এনামুল হক জুনায়েদ
কিশোরগঞ্জ সদর, কিশোরগঞ্জ।
যোগাযোগ: ০১৯০৭-৮৩৬৮০৮, ইমেইল: newsnagar@gmail.com
নিউজ নগর